সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (09-06-2023) || 2023

All

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
1.

কোন প্রণালী ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে?

Created: 3 months ago | Updated: 1 day ago

পক প্রণালী (তামিল ভাষায়: பாக்கு நீரிணை ; ইংরেজি ভাষায়: Palk Strait) ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
2.

মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়?

Created: 3 months ago | Updated: 15 hours ago

মেট্রোরেল ২৮ ডিসেম্বর, ২০২২ সালে উদ্বোধন করা হয় । 

Created: 3 months ago | Updated: 10 hours ago

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বমোট ৬৭৬ জন ব্যক্তিত্বকে চারটি খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জনকে খেতাব প্রদান করা হয়।

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
4.

কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখুন।

Created: 3 months ago | Updated: 2 days ago

পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প,কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড এবং ওজোন।

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
5.

বাংলাদেশের সাথে ভারতের সীমানার দৈর্ঘ্য কত?

Created: 3 months ago | Updated: 23 hours ago

বাংলাদেশ এবং ভারত একটা ৪,১৫৬ কিমি (২,৫৮২ মাইল) লম্বা আন্তর্জাতিক সীমানা অংশ ভাগ করে, এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা, যার মধ্যে আছে আসাম ২৬২ কিমি (১৬৩ মাইল), ত্রিপুরা ৮৫৬ কিমি (২৭৫ মাইল), মিজোরাম ১৮০ কিমি (১১০ মাইল), মেঘালয় ৪৪৩ কিমি (২৭৫ মাইল) এবং পশ্চিমবঙ্গ ২,২১৭ কিমি (১,৩৭৮ মাইল)।

Created: 3 months ago | Updated: 10 hours ago

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
7.

UNESCO –এর পূর্ণরূপ লিখুন।

Created: 3 months ago | Updated: 12 hours ago

The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
8.

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপন করা হয়?

Created: 3 months ago | Updated: 20 hours ago

বঙ্গবন্ধু স্যাটেলাইট- বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।

The Bangladesh Atomic Energy Commission is implementing the Rooppur project with the technical and financial support of Russia. The project's construction cost, including manpower training, amounts to $12.65 billion, and 90% of it is being funded by Russia

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
10.

'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?

Created: 3 months ago | Updated: 11 hours ago

সোয়াচ অব নো গ্রাইন্ড বা গঙ্গা খাদ বঙ্গোপসাগরে অবস্থিত। 

সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকার রেকর্ডকৃত আয়তন প্রায় ১৩৪০ মিটার এবং গড় গভীরতা প্রায় ১২০০ মিটার। এখানকার ডুবো গিরিখাত বঙ্গীয় উপবদ্বীপের অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবো গিরিখাত।

Related Sub Categories