পটল তোলা
পটল তোলা = মারা যাওয়া
বাঘের দুধ
ভালকানা
ভালকানা অর্থ তালজ্ঞান বর্জিত
দুধের মাছি
'দুধের মাছি' প্রবাদটির অর্থ সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
ভূষণ্ডির কাক
মধুমাখা
মধুমাখা= মধু দিয়ে মাখা ৩য় তৎপুরুষ সমাস ।
হাতঘড়ি
হাতে পরবার ঘড়ি - মধ্যপদলোপী কর্মধারয়
সেতার
সেতার = সে (তিন) তারের সমাহার।
ভালোমন্দ
দ্বন্দ্ব সমাস
বিষাদসিন্ধু
বিষাদ রুপ সিন্ধু। রূপক কর্মধারায়।
'কবর' কবিতাটির রচিয়তা কে?
১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত 'কবর' কবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কবি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি. এ.
বাংলা সাহিত্যে 'হলের যাদুকর' কে?
সত্যেন্দ্রনাথ দত্ত
বাংল সাহিত্যে চুতর্দশপদী কবিতার জনক কে?
মাইকেল মধুসূদন দত্ত
'অগ্নিবীনা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
'কারাগারের রোজনামচা' গ্রন্থটির রচয়িতা কে?
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন। ২০১৭ সালে মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকীতে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
মহর্ষি
মহা + ঋষি
সম্মান
সম্+মান
অহরহ
অহঃ + অহ
যথেচ্ছা
যথা + ইচ্ছা
রবীন্দ্র
রবি + ইন্দ্র = রবীন্দ্র।