ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ।
ভূগোলের বর্ণনা মোতাবেক কোন রেখার উপর বাংলাদেশ ?
ভূগোলের বর্ণনা মোতাবেক কর্কটক্রান্তি রেখার উপর বাংলাদেশ।
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে চাঁদপুরের গোয়ালন্দ ।
BRICS এর পূর্ণরূপ কী ?
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা
BRAZIL,RASIA,INDIA,CHINA AND SOUTH AFRICA
G-7 গ্রুপ ভুক্ত দেশ গুলির সংগঠন কবে গঠিত হয়?
G-7 গ্রুপ ভুক্ত দেশ গুলির সংগঠন গঠিত হয় ১৯৭৫ সালে ।
সর্বশেষ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বাংলাদেশ কত রানে জয়লাভ করে?
৫৪৬ রান
বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
বঙ্গবন্ধু দেশভাগের পূর্বে কোলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করার সময় কোন হোস্টেলে থাকতেন?
২৪ নং বেকার হোস্টেলে
বাংলাদেশে কৃষি গ্রাজুয়েটদের চাকুরী বঙ্গবন্ধু কত সালে প্রথম শ্রেণীর মর্যাদা দেন?
বাংলাদেশে কৃষি গ্রাজুয়েটদের চাকুরী বঙ্গবন্ধু প্রথম শ্রেণীর মর্যাদা দেন ১৯৭৩ সালের ১৩ ই-ফেব্রুয়ারি ।
পাটের প্রথম জিন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে ছিলেন?
পাটের প্রথম জিন রহস্য উন্মোচনকারী দলের নেতা ছিলেন ডাঃ মাকসুদুল আলম।