ইউরিয়া সার
ইউরিয়া সারের রাসায়নিক সংকেত (NH2)2CO
ডাই অ্যামোনিয়াম ফসফেট
অ্যামোনিয়াম সালফেট হল একটি নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার | অ্যামোনিয়াম সালফেট এর সংকেত হলো
টিএসপি
টি এস পি সারের রাসয়নিক সংকেত- Ca(H2PO4)2 . H2O
টি এস পি একটি মনো ক্যালসিয়াম ফসফেট। রক ফসফেট এর সাথে অর্থো-ফসফরিক এসিডের বিক্রিয়ায় ট্রিপল সুপার ফসফেট (T.S.P) উৎপন্ন হয়।
Ca3(PO4) + 4H3PO4 ➡️ 3Ca(H2PO4)2
সাধারণ সুপার ফসফেট এর তুলনায় এতে 3গুণ বেশি ফসফেট থাকে।
এসএসপি
পটাশিয়াম বাই কার্বনেট
পটাশিয়াম কার্বনেট একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত K2CO3।
জিপসাম
জিংক সালফেট
জিংক সালফেট = ZnSO4
মিউরেট অব পটাশ
কোন মৌসুমের জাত?
বোরো মৌসুমের জাত
এ জাতের জীবনকাল কত দিন?
জাতটির জীবনকাল ১৪৮ দিন
গড় ফলন প্রতি হেক্টরে কত মেট্রিক টন?
৭.৭ টন/হেক্টর কিন্তু উপর্যুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশে ফলন ৮.৮ টন/হেক্টর পর্যন্ত হতে পারে।
এ জাতের চালে জিংক এর পরিমাণ কত?
২৫.৭ মি.গ্রাম/কেজি
ব্লাস্ট
খোলপোড়া
কান্ড পঁচা
বাদামী দাগ
বোরো
রোপা আউশ
রোপা আমন
নাবী রোপা আমন
জুটন হল ৭০ভাগ পাট ও ৩০ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র।২০০৯ সালে মোবারক আহমদ খান আবিষ্কার করেন।
সিন্দুরী
রতন
আনন্দ
ড্রামহেড
দুলাভোগ