সমিচিন
সমিচিন = সমীচীন
মুমুর্ষু
মুমুর্ষু শব্দটির শুদ্ধরূপ হলো: মুমূর্ষু
বিভিসিকা
বিভিসিকা = বিভীষিকা
প্রত্যুপনামতি
প্রত্যুপনামতি = প্রত্যুৎপন্নমতি
শান্তনা
শান্তনা = সান্ত্বনা
কান্নায় শোক মন্দীভূত হয়
কান্নায় শোক মন্দীভূত হয় = অধিকরণ কারকে ৭মী
কালির দাগ সহজে মুছে না
কালির দাগ সহজে মুখে না = করণে ৬ষষ্ঠী
ভাইয়ে ভাইয়ে বেশ মিল।
ভাইয়ে ভাইয়ে বেশ মিল। = কর্তায় ৭মী
অন্ধজনে দেহ আলো
অন্ধজনে দেহ আলো = সম্প্রদান কারকে ৭মী
তিলে তৈল হয়।
তিলে তৈল হয়। = অপাদান কারকে ৭মী
বৈজ্ঞানিক
বৈজ্ঞানিক = বিজ্ঞান + ষ্ণিক
সাপুড়ে
সাপুড়ে = সাপ+উড়ে
পাঠক
পাঠক = পঠ+অক
শোক
√শুচ + ঘঞ
কারক
√কৃ + ণক = কারক
পারত্রিক
পারত্রিক = ঐহিক
আবাহন
আবাহন এর বিপরীত শব্দ হল বিসর্জন।
নিরাকার
নিরাকার = সাকার
প্রতীচী
প্রতীচী = প্রাচী
জ্ঞেয়
জ্ঞেয় = অজ্ঞেয়
পলান্ন
পল মিশ্রিত অন্ন=পলান্ন ( মধ্যপদলোপী কর্মধারয় সমাস )
দোলনচাপা
দোলনার জন্য চাপা = চতুর্থী তৎপুরুষ
শশব্যস্ত
শশকের ন্যায় ব্যস্ত(উপমান কর্মধারয় সমাস)
শান্তশিষ্ট
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট(কর্মধারয় সমাস)
গরুরগাড়ী
গরু যুক্ত গাড়ি = গরুরগাড়ি