যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম বিসিজি। এবং এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়।
৫ ফেব্রুয়ারী ১৯৬৬ লাহোরে বিরোধীদলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচী ঘোষণা করেন আর ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিক ঘোষিত হয়। অন্যদিকি ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঐ বছরেরই ২৩শে ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্রাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধি প্রদান করেন।
বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল। বাংলাদেশের রণ সঙ্গীতা রচিয়তা কাজী নজরুল ইসলাম।
e-GP
e-GP = Electronic Government Procurement
BNBC
BNBC = Bangladesh National Building Code