গড্ডলিকা প্রবাহ
গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।
তালপাতার সেপাই
তালপাতার সেপাই (ক্ষীণজীবী, অতিশয় দুর্বল): আরিফের মতো তাল পাতার সেপাই দিয়ে কাজ হবে না।
সপ্তমে চড়া
সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা) : এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।
মেঘে মেঘে বেলা হওয়া
মেঘে মেঘে বেলা হওয়া (বয়স বাড়া) = তাকে মোটেই ছোট মনে করো না, মেঘে মেঘে বেলা কম হয়নি।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা
‘আমারে’ তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা = কর্মে ২য়া
ফুলে ফুলে ঘর ভরেছে
ফুলে ফুলে ঘর ভরেছে = করণে ৭মী
টাকায় টাকা হয়
টাকায় টাকা হয় = অপাদানে ৭মী
কান্নায় শোক মন্ত্রীভূত হয়
কান্নায় শোক মন্দ্রীভূত হয় = ভাবাধিকরণে ৭মী/ অধিকরণে ৭মী
গাছ পাকা
গাছ পাকা = গাছে পাকা (৭মী তৎপুরুষ সমাস)
মাথাপিছু
মাথাপিছু = প্রতি মাথা (নিত্য সমাস) / মাথা মাথা (অব্যয়ীভাব সমাস)
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)
অসাধু
অসাধু = ন সাধু (নঞ তৎপুরুষ সমাস)
শোনিত
শোনিত = শোণিত
ধুলিস্যাৎ
ধুলিস্যাৎ = ধূলিসাৎ
ভৌগলিক
ভৌগলিক = ভৌগোলিক
বর্ধণ
বর্ধণ = বর্ধন
যন্ত্রপাতি
যন্ত্রপাতি = Appliance
বুরেট
বুরেট = Burette
পিপেট
পিপেট = Pipette
পরিমাপের চোঙ
পরিমাপের চোঙ = Measuring Cylinder