'The Concert of Bangladesh' কোথায় অনুষ্ঠিত হয়?
'The Concert of Bangladesh' ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক-এ অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের ৫ম তফসিলে আছে
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন নাম কী?
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন নাম ত্রিপুরা ও সুধারাম/ভুলুয়া
e-TIN চালু হয় কত সালে?
e-Tin চালু হয় ২০১৩ সালে
হিন্দু বিধবা আইন পাশ হয় কত সালে?
হিন্দু বিধবা আইন পাশ হয় ১৮৫৬ সালে
ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে?
ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯৪২ সালে
বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করার যন্ত্রের নাম কী?
শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করার যন্ত্রের নাম মাইক্রোফোন
ডেঙ্গু জ্বর ভাইরাস না-কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
ডেঙ্গু জ্বর ভাইরাস ঘটিত রোগ
NATO ভুক্ত দুটি মুসলিম দেশের নাম লিখুন।
NATO ভুক্ত দুটি মুসলিম দেশের নাম তুরস্ক, আলবেনিয়া
UNDP এর পূর্ণরূপ কী?
UNDP = United Nations Development Programme
"জাহাঙ্গীর নগর' নামে ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে কত সালে?
জাহাঙ্গীর নগর' নামে ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে ১৬১০ সালে
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরের অধীন ছিল
'মুক্তির গান' চলচ্চিত্রের কে পরিচালনা করেছেন?
"মুক্তির গান' চলচ্চিত্রের পরিচালনা করেছেন তারেক মাসুদ
বঙ্গবন্ধু রচিত ০১টি বইয়ের নাম লিখুন।
বঙ্গবন্ধু রচিত ০১টি বইয়ের নাম অসামাপ্ত আত্মজীবনী