কবি আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন
সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রামমোহন রায়
বসুন্ধরা' শব্দের সমার্থক দুটি শব্দ = পৃথিবী, বিশ্ব
রোহিনী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র।
বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে পরিচিত বিহারীলাল চক্রবর্তী
তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা লোকের সংখ্যা করোনাভাইরাস মহামারীর কারণে গ্রাহকরা আরও লাভজনক কাজগুলি সম্পাদন করার জন্য ডিজিটাল ক্ষেত্রের দিকে সরে যাওয়ায় বাংলাদেশ 2020 সালের সেপ্টেম্বরে 10 কোটি চিহ্ন অতিক্রম করেছে। সেপ্টেম্বর মাসে 11.11 কোরের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বছরে 10% বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই মাসে তা ছিল ৯.৮৪ কোটি টাকা।
আঁতে ঘা
আঁতে ঘা = মনে আঘাত দেওয়া
চিনে জোঁক
চিনে জোঁক = নাছোড়বান্দা।
ডুব মারা
ডুব মারা = পালিয়ে যাওয়া
খেজুরে আলাপ
খেজুরে আলাপ = অকাজের কথা
কিস্তিমাত করা
কিস্তিমাত করা = সফলতা লাভ