প্রাণপাখি
প্রাণ পাখি এর ব্যাসবাক্য হল প্রাণ রূপ পাখি এটি রূপক কর্মধারয় সমাস
নির্ভর
নির্ভর এর ব্যাসবাক্য হল "নাই ভর"এটি তৎপুরুষ সমাস
নৌবহর
নৌবহর এর ব্যাসবাক্য হল নৌ এর বহর এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস
মৌমাছি
মৌমাছি ব্যাসবাক্য হল মৌ সংগ্রহকারী মাছি। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
ছেলেধরা
ছেলেধরা এর ব্যাসবাক্য হলো ছেলে ধরে যে। উপপদ তৎপুরুষ সমাস।
দশানন
দশানন এর ব্যাসবাক্য হলো দশ আনন যার এটি বহুব্রীহি সমাস
অনুচর
√অনু+চর=অনুচর, কৃৎ প্রত্যয়
কারক
কৃ+ণক= কারক
ঘোলাটে
ঘোলা + টে (তদ্ধিত প্রত্যয়)
নবীন
নবীন = নব+ঈন (তদ্ধিত প্রত্যয় )
বাংলাদেশী
বাংলাদেশী=বাংলাদেশ+ঈ>ই।তদ্ধিত প্রত্যয়
লাজুক
লাজ + উক = লাজুক
হাতের পাঁচ
হাতের পাঁচ = শেষ সম্বল= ছেলাটা মায়ের একমাত্র হাতের পাচঁ ।
লেজে খেলা
লেজে খেলা (বশীভূত করে রাখা)
ডানপিটে
ডানপিটে (দুঃসাহসী)
অকালে জাত কুমড়া
অকালে জাত কুমড়া = অকালকুষ্মান্ড. অভিজ্ঞতা রয়েছে যার = অভিজ্ঞ. অন্য দিকে মন নেই যার = অনন্যমনা. অত্যন্ত বিজ্ঞ যে = প্রাজ্ঞ.
ইন্দ্রকে জয় করেছে যে
ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়।
ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিৎ।
বলার ইচ্ছা
বলার ইচ্ছা – বিবক্ষা বাঁচার ইচ্ছা – জিজীবিষা বিজয় লাভ করার ইচ্ছা – বিজিগীষা বমনের (বমি) ইচ্ছা – বিবমিষা বাস করার ইচ্ছা
পা ধোয়ার জল
পা ধোয়ার জল = পাদ্য
বমন করার ইচ্ছে
বমন করিবার ইচ্ছা = বিবমিষা। , গোপন করিবার ইচ্ছা = জুগুলা।
যা উদিত হয়েছে
যা উদিত হয়েছে = উদীয়মান।
খানসামা
খানসামা = আয়া
গুরু
গুরু = গুর্বী
ঘোষজায়া
ঘোষজায়া = ঘোষ
নাত বৌ
নাত বৌ = নাত-জামাই
সতী
সতী = সৎ
বেদে
বেদে (বেদ+ইক)