United Nations Environment Program (UNEP) সালে প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।
পার্ল হারবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত
ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ
২০২২ সালে সাহিত্যে নোবলে পুরস্কার পান অ্যানি এরনো (ফরাসি নাগরিক)
4IR = Fourth Industrial Revolution
ভারতের চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করে ২৩ আগস্ট ২০২৩
বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম ‘রাজ কাঁকড়া’ পাওয়া যায় বঙ্গোপসাগের
'বাঙালীর ইতিহাস' বইটির রচয়িতা নীহাররঞ্জন রায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন ১৯৪৬ সালে
বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তিনটির নাম
১. ষাট গম্বুজ মসজিদ ২. পাহাড়পুর বৌদ্ধবিহার ৩. সুন্দরবন
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর নিয়ন্ত্রক সংস্থার নাম বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড
সংবিধানের রক্ষক হিসেবে সংবিধানের ব্যাখ্যা প্রদান করতে পারে সুপ্রীম কোর্ট
সংবিধানের ১৮ক ধারায় “ পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ " এর কথা বলা হয়েছে
'Man and Women" কাব্য গ্রন্থের রচয়িতা রবার্ট ব্রাউনিং
সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল 'সেক্টর নং ৪'। এই সেক্টরেও ছিল ৬টি সাব-সেক্টর। মে থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত (পরে মেজর জেনারেলা) এবং পরে ক্যাপ্টেন এ রব।।
MS Word এ Word replace করার কমান্ড Ctrl + H
A4 সাইজ কাগজের মাপ দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি (২৯.৭ সেমি) ও প্রস্থ ৮.২৭ ইঞ্চি (২১ সেমি)।
ই-মেইল ব্যবহৃত BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy
Microsoft Windows Operating System এর সর্বশেষ ভার্সন Windows-11
IoT এর পূর্ণরূপ Internet of Things