সোনার পাথরবাটি
সোনার পাথরবাটি (অলীক বস্তু)= পড়ালেখা না করে পরীক্ষায় পাস তোমার কাছে সোনার পাথরবাটি হয়ে থাকবে।
ছা-পোষা
ছা-পোষা (অত্যন্ত গরির)= ছা-পোষা ছেলেটির আপন বলতে কেউ নেই।
টনক নড়া
টনক নড়া (হুঁশ হওয়া)= ততক্ষনে তোমার টনক নড়ল
ভরাডুবি
ভরাডুবি (সর্বনাশ)= ব্যবসায় লস দিয়ে আমার ভড়াডুবি হলো।
কাগজে কলমে
কাগজে কলমে (লিখিতভাবে)= কাগজে কলমে এই সম্পত্তি এখন আমার।
অতি দীর্ঘ নয়
অতি দীর্ঘ নয় =নাতিদীর্ঘ
ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি
ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি = জিতেন্দ্ৰিয়
ফল পাকলে যে গাছ মরে যায়
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি
যা চেটে খেতে হয়
যা চেটে খেতে হয় = লেহ্য
যা দেখা যায় না
যা দেখা যায় না = অদৃশ্য
অর্ধেক
অর্ধেক = অর্ধ+এক
শাবক
শাবক =শৌ+অক
সঞ্চয়
সঞ্চয় = সম্+চয়
বনস্পতি
বনস্পতি =বন+পতি
দিগন্ত
দিগন্ত = দিক্+অন্ত
প্রবাস
প্রবাস = স্বদেশ/স্ববাস
প্রত্যক্ষ
প্রত্যক্ষ = পরোক্ষ
প্ৰতিঘাত
প্ৰতিঘাত = ঘাত
সজীব
সজীব =নির্জীব
খাতক
খাতক = মহাজন