বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করে যে
বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করে যে = মাধুকরী। মধুকরের মতো বৃত্তি, বহু স্থান হতে অল্প পরিমাণে সংগ্রহ,দ্বারে দ্বারে ভিক্ষা।
যার চোখে লজ্জা নেই
চশমখোর - যার চোখে লজ্জা নেই
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত = অধিবেত্তা
অলংকারের ঝংকার
অলংকারের ঝংকার = শিঞ্জন
অন্ন ধ্বংস করা
অন্ন ধ্বংস করা = অলসভাবে জীবন কাটানো এবং নির্বিকারভাবে খেয়ে যাওয়া
বাক্যঃ চাকরি না পেয়ে বাবার হোটেলে কত কাল অন্ন ধ্বংস করা যায়
গলগ্রহ
গলগ্রহ = অকারণে অন্যের বোঝা হয়ে থাকা
বাক্যঃ কারো গলগ্রহ হয়ে থাকার ইচ্ছে আত্মমর্যাদাবোধের অন্তরায়।
ছেলের হাতে মোয়া
ছেলের হাতের মোয়া= সহজপ্রাপ্য
বাক্যঃ মোবাইল ফোন আজকাল যেন ছেলের হাতের মোয়া।
শরতের শিশির
সুসময়ের বন্ধু
বাক্যঃ টাকা পয়সা থাকলে শরতের শিশিরের অভাব হয় না।
গব্য
গব্য = গো + য
শিরচ্ছেদ
শিরচ্ছেদ = শির + ছেদ
অক্ষৌহিণী
অক্ষৌহিণী = অক্ষ + ঊহিণী
তজ্জন্য
তজ্জন্য = তদ্ + জন্য
বিদ্যালাভে যত্ন কর
বিদ্যালাভে যত্ন কর = অধিকরণে ৭মী
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যথা শির
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যথা শির = কর্মে শূন্য
এটা তোমার বিবেচ্য
এটা তোমার বিবেচ্য- কর্তৃ কারকে ৬ষ্ঠী
সকলকে মরতে হবে
সকলকে মরতে হবে = কৃর্তকারকে দ্বিতীয়া
মরণ পর্যন্ত = আমরণ (অব্যয়ীভাব সমাস)
উহ্য = স্পষ্ট
প্রাতকালে গাত্রোত্থান করবে।
= প্রাতঃকালে গাত্রোত্থান করবে।
সৌন্দর্য
=সুন্দর+ষ্ণ্য / সুন্দর+য
তার দক্ষতা আমাকে মোহিত করেছে
তার দক্ষতা আমাকে মোহিত করেছে।
= His competency captivated me
পেঁয়াজের দাম আবার বাড়ছে
পেঁয়াজের দাম আবার বাড়ছে।
="The price of onions is rising again."
সে শুধু একজন শিক্ষক নয়-ধার্মিকও
সে শুধু একজন শিক্ষক নয়-ধার্মিকও।
= He is not just a teacher but also a religious person."
মাঘে শীত যায় না
এক মাঘে শীত যায় না।
=One swallow does not make a summer
সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়
সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়।
=He is scared of swimming in the river.
তোমার মুখে ফুল চন্দন পড়ুক
তোমার মুখে ফুল চন্দন পড়ুক
= Blessed be your tongue
থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে
গত রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
= It has been raining cats and dogs since last night
He ran fast lest he (miss) the train. (Correct right form of verb)
He ran fast lest he should miss the train
Who has broken the glasses? (Change the voice)
By whom has the glasses been broken
Rest is necessity (preposition) me now.
Rest is necessity to me now.
Forty miles are a long way (Correct the sentence)
Forty miles are a long way.
= Forty miles is a long way.
The water is very hot, I could not drink it (Make it complex)
The water is very hot, I could not drink it.
= Since the water is very hot, I could not drink it.
Being honest, he could not tell a lie (Make it compound).
Being honest, he could not tell a lie.
= He was honest and could not tell a lie.
A rainy day
A rainy day ( দুর্দিন)
= We should save something against a rainy day.
After one's heart
After one's heart (মনেরে মত)
= The shirt is after my heart.
Blue blood
Blue blood (অভিজাত বংশীয়)
= He is proud of his blue blood.
Fair play
Fair play (ন্যায় বিচার)
= The convict begged for fair play.
In quest of
In quest of (অন্বেষণে)
= He is in quest of a good job.
On behalf of
On behalf of (পক্ষে)
= I thank you on behalf of the students.
With a view to
With a view to (উদ্দেশ্যে)
= He came to our house with a view to meeting me.
(a3)2-(8)2
=(a3+8) (a3-8)
=(a)3+(2)3 (a)3-(2)3
=(a+2) (a2-2a+4) (a-2) (a2+2a+4)
=(a+2)(a-2) (a2+2a+4)(a2-2a+4)
১০টি লিচুর ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ১০১০ =১ টাকা
আবার, ৮টি লিচুর ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ৮১০ = ১.২৫ টাকা
∴ গড়ে একটি লিচুর ক্রয়মূল্য == ১ + ১.২৫২ = ১.১২৫ টাকা
আবার, ৯টি লিচুর বিক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য ১০৯ = ১.১১১ টাকা
অতএব, ক্ষতি হয় = ১.১২৫ - ১.১১১ = ০.০১৪
∴ শতকরা ক্ষতি হয় ০.০১৪ × ১০০১.১২৫% = = ১.২৪% (উত্তর)
কবে জাতীয় শিশু দিবস পালন করা হয়?
১৭ মার্চ জাতীয় শিশু দিবস
৬ দফা কে, কখন, কোথায় উত্থাপন করেন?
১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
বাকিংহাম প্যালেস কোথায় অবস্থিত?
বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজ পরিবারের লন্ডনের বাসস্থান এবং বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ।
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা,
মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা।
সারা জনম তোমার লাগি
প্রতিদিন যে আছি জাগি,
তোমার তরে বহে বেড়াই
দুঃখসুখের ব্যথা।
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।
লেফটেন্যান্ট এর ইংরেজি বানান লিখুন
লেফট্যানেন্ট (ইংরেজি: Lieutenant)
বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম লিখুন
বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল।
বীর প্রতীক চতুর্থ সর্বোচ্চ উপাধি। মোট ৪২৬ জনকে এই উপাধিতে ভূষিত করা হয়।
'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
আমার দেখা নয়াচীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সালের রাজনৈতিক জীবনের প্রথমদিকে গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ।
UNESCO এর পূর্ণরূপ কি?
The United Nations Educational, Scientific, and Cultural Organization = ইউনেস্কো (UNESCO)
‘আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি কোন কবির লেখা?
'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিতা।
HTML এর পূর্ণরূপ লিখুন
HTML এর পূর্ণরুপ Hyper text markup language.
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
সুয়েজ খাল (ইংরেজি: Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।
ভেটো কি, এটি কোন ভাষার শব্দ?
ভেটো শব্দটি ল্যাটিন ভাষা থেকে আহুত, যার অর্থ হচ্ছে আমি মানি না।
তিয়েন আন মেন স্কয়ার কোথায়?
তিয়েনআনমেন চত্বর চীনের সর্ববৃহৎ চত্বর। এটি বেইজিং শহরের মধ্যস্থলে অবস্থিত।
সাধারণ বায়ুচাপে পানি ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড ফোটে ।