Let me stay alone.
Let me stay alone.
= আমাকে একা থাকতে দাও।
He prefers tea to coffee.
He prefers tea to coffee.
=সে কফি অপেক্ষা চা পছন্দ করে।
I'm exhausted today.
I'm exhausted today.
= আমি আজ ক্লান্ত ।
Patriotism is a great virtue.
Patriotism is a great virtue.
= দেশপ্রেম ভাল গুণ।
'যে নারীর সন্তান হয় না' এক কথায় কী হবে?
'যে নারীর সন্তান হয় না' এক কথায় হবে বন্ধ্যা
'মাছরাঙ্গার কলঙ্ক' - বাগধারাটির অর্থ কী?
'মাছরাঙ্গার কলঙ্ক' - বাগধারাটির অর্থ অনেক অপরাধীর মধ্যে কেবল একজন দোষী সাব্যস্ত করা
'দশে মিলে করি কাজ'- এ বাক্যে 'দশে কোন কারক?
'দশে মিলে করি কাজ'- এ বাক্যে 'দশে হলো কর্তৃ কারক ।
সন্ধি বিচ্ছেদ করুন: কটূক্তি
কটূক্তি = কটু + উক্তি
ক্রিয়া পদের মূল অংশকে কী বলা হয়?
ক্রিয়া পদের মূল অংশকে ধাতু বলা হয় ।
সমাস নির্ণয় করুন: কানাকানি
কানাকানি = কানে কানে যে কথা - ব্যতিহার বহুব্রীহি
'বন্য' শব্দের চলিত রূপ কী?
'বন্য' শব্দের চলিত রূপ হলো বুনো ।
'শান্তনা' শব্দের সঠিক বানান কী?
'শান্তনা' শব্দের সঠিক বানান সান্ত্বনা
'রতন' -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
'রতন' -রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের চরিত্র।
বেঁচে থাকার জন্যে প্রতিটি মানুষকে জীবনযুদ্ধের সম্মুখীন হতে হয় এবং জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে পরিশ্রম। জীবনের লক্ষ্য অর্জনের জন্যে মানুষকে কর্মমুখর জীবন কাটাতে হয়। হাদিস শরিফে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের জন্যে কিংবা পরের জন্যে পরিশ্রম করতে চায় না, সে আল্লাহর পুরস্কার থেকে বঞ্চিত। মানবজীবনের যে উৎকর্ষ সাধিত হচ্ছে এবং মানব সভ্যতার যে বিকাশ ঘটছে তাতে শ্রমদানের গুরুত্ব অপরিসীম। মানুষ শ্রম দেয় বলেই সভ্যতার চাকা ঘোরে। কিন্তু শ্রমের গুরুত্বের কথা বিবেচনা করে তার মর্যাদা পর্যালােচনা করলে পরিস্থিতি খুবই নৈরাশ্যজনক মনে হয়। মানুষে মানুষে হাজারাে ব্যবধান সৃষ্টি হয়েছে শ্রমের পরিপ্রেক্ষিতে। সবাই এক ধরনের শ্রম দেয় না বলে তাদের মর্যাদায় রয়েছে ভিন্নতা। যারা তথাকথিত নিচু স্তরে কাজ করে তাদের মর্যাদা নেই। তারা সমাজের দৃষ্টিতে হেয় এবং অবহেলিত। আর যারা সে কাজ করে তাদের শ্রমের পরিমাণ কম হলেও তারা বেশি সুবিধাভােগী। তারা সমাজের ও দেশের কর্ণধার। তাদের মর্যাদা অনেক বেশি। ফলে শ্রমবিমুখতা এখন জাতীয় জীবনে প্রকট হয়ে ওঠেছে। শ্রমের মর্যাদা স্বীকৃত না হওয়ার ফলেই এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের দেশে কায়িক শ্রমকে মর্যাদাহীন বলে বিবেচনা করা হয় বলে শ্রমের প্রতি প্রায় সবারই একটা বিমুখতা রয়েছে। এটা ব্যক্তি ও জাতীয় জীবনের উন্নতির জন্যে ক্ষতিকর। কিন্তু পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কোনাে কিছুই সফল হয় না। কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, মজুর এ ধরনের পেশার লােকেরা যদি কর্মবিমুখ হয়ে পড়ে তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে। তাই এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে মানুষের শ্রমের প্রতি সম্মান দেখাতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে শ্রমের মর্যাদা।
আমি কলা খেতে পছন্দ করি।
আমি কলা খেতে পছন্দ করি।
= I like to eat banana.
গতকাল আমি কাজটি করেছি।
গতকাল আমি কাজটি করেছি।
= I did the work yesterday
ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল ।
ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল ।
= The patient died after the doctor had come.
সে আমার বিশ্বস্ত বন্ধু নয় ।
সে আমার বিশ্বস্ত বন্ধু নয় ।
= He is not my faithful friend.
মধুর ঘ্রাণ ভালো।
মধুর ঘ্রাণ ভালো।
= The smell of honey is good.
A lady brought up a baby. (Passive)
A lady brought up a baby.
= A baby was brought up by a lady.
The criminal is hated by everybody. (Active)
The criminal is hated by everybody.
= Everybody hates the criminal.
I am in two minds. (Bangla Meaning)
I am in two minds.
= আমি দ্বিধা দ্বন্দ্বে।
A herd of cattle. (Bangla Meaning)
A herd of cattle.
= গবাদি পশুর পাল ।
I looked forward to your cooperation.
I looked forward to your cooperation.
= সানন্দে প্রত্যাশা করা
All my efforts went in vain.
All my efforts went in vain.
= বৃথা
He does the same work over and over.
He does the same work over and over.
বারবার
My father is junior than my uncle.
My father is junior than my uncle.
= My father is junior to my uncle.
It is raining since last Monday.
It is raining since last Monday.
= It has been raining since last Monday.
Do you know why is he very upset ?
Do you know why is he very upset ?
= Do you know why he is very upset?
Fly (Past participle form)
Fly = Flown
Wolf (Plural form)
Wolf = Wolves
He was acquitted ..... the charge of theft.
He was acquitted of the charge of theft.
Please always stay ...... my left.
Please always stay with my left.
একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
৫৫ টাকা
তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের প্রথম ২টির গুণফল শেষ ২টির গুণফল অপেক্ষা ১০ কম?
৪,৫,৬
যে চতুর্ভুজের বাহুগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?
যে চতুর্ভুজের বাহুগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামন্তরিক বলে
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৫ বছর বেশি। পুত্রের বয়স কত?
১০ বছর
একটি কোণ ৩০° হলে এর সম্পূরক কোণ হবে কত?
একটি কোণ ৩০° হলে এর সম্পূরক কোণ হবে ১৫০°
এর মান কত ?
5
মনে করি, লাবিব ক সংখ্যক কলম ক্রয় করল। তার বাবাকে কলম
দিয়েছিল = টি
বাবাকে কলম দেওয়ার পর অবশিষ্ট থাকে
টি টি
বোনকে কলম দেওয়ার পর অবশিষ্ট থাকে
টি
ভাইকে কলম দেওয়ার পর অবশিষ্ট থাকে
টি
প্রশ্নমতে, = ১২
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০
সুতরাং লাবিব তার বাকে কলম দিয়েছিল টি = ৩২টি
৩২টি (উত্তর)
ধরি, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা = x
∴ মহিলা শিক্ষিকার সংখ্যা
পুরুষ শিক্ষকের সংখ্যা
∴ বিবাহিত শিক্ষকের সংখ্যা
প্রশ্নমতে,
বা,
বা, x = ১৮০
∴ x = ৯০
উত্তর: ৯০ জন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গণি ওসমানি ।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম হলো শেখ মুজিবুর রহমান
'স্বাধীনতা স্তম্ভ' কোথায় অবস্থিত?
‘স্বাধীনতা স্তম্ভ’ সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় অবস্থিত
মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত
২০২৩- এশিয়া কাপের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কে?
২০২৩- এশিয়া কাপের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ (ভারত)
২০২৩ সালের আগস্টে কততম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
২০২৩ সালের আগস্টে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হলো পিপীলিকা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে?
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন স্রেথা থাভিসিন
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন?
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর পূর্ণরূপ কী?
FBCCI = Federation of Bangladesh Chambers of Commerce and Industry
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয় কবে?
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয় ২৪ ফেব্রুয়ারি ২০২২
মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি'- গানটির রচয়িতা কে?
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি'- গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী
'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
'রয়টার্স' যুক্তরাজ্যর সংবাদ সংস্থা
আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি
বাংলাদেশের নবীনতম বিভাগ কোনটি?
বাংলাদেশের নবীনতম বিভাগ ময়মনসিংহ
বাংলাদেশের কোন শহর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত?
বাংলাদেশের চট্টগ্রাম শহর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত
জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে?
জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ হুইপ