লেফাফা দুরস্ত
লেফাফা দুরস্ত (পরিপাটি) : বাইরে লেফাফা দুরস্ত দেখালে কী হবে, আসলে সে একটা গণ্ডমূর্খ ।
উনপঞ্চাশের বায়ু
উনপঞ্চাশের বায়ু (পাগলামী) : পরীক্ষা ঘনিয়ে আসছে, আর তার মাথায় উনপঞ্চশ বায়ু দেখা দিয়েছে।
কুয়োর ব্যাঙ
কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক) : রহিমের মতো কুয়োর ব্যাঙ খুব কমই দেখেছি।
অর্ধ চন্দ্রিকা
অর্ধ চন্দ্রিকা (গলা ধাক্কা) : সাহায্য চাওয়াতে রহমান সাহেব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বাড়ি থেকে বের করে দিল।
আবরণ ; আস্তরণ
আবরণ = ঢাকনি
আস্তরণ = গালিচা
উপাদান ; উপাধান
উপাদান = উপকরণ
উপাধান = বালিশ
অর্ণব
অর্ণব = সাগর
শবরী
শবরী = রাত
শশব্যস্ত
শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত। (কর্মধারয় সমাস)
প্রশাসক
প্রশাসক = প্র (প্রকৃষ্ট) যে শাসক। (প্রাদি সমাস)
লুচি ভাজা
লুচি ভাজা = লুচিকে ভাজা । (তৎপুরুষ সমাস)
এ বনে বাঘের ভয় নেই
এ বনে বাঘের ভয় নেই । (অপাদানে ষষ্ঠী)
পাতায় পাতায় পড়ে নিশির শিশির
পাতায় পাতায় পড়ে নিশির শিশির। (অধিকরণে ৭মী)
সামান্য উষ্ণ
সামান্য উষ্ণ = কবোষ্ণ
পা ধোয়ার জল
পা ধোয়ার জল = পাদ্য
ভোগ্যপণ্যের মূল্য কমিয়ে আনার লক্ষ্যে বাজার-ভিত্তিক বিনিময় হার প্রবর্তন বিলম্বিত করা হয় কারণ একটি মুক্ত ভাসমান মুদ্রাব্যবস্থা মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করে।