যিনি বক্তৃতা দানে পটু = বাগ্মী
স্মৃতি এর বিপরিত শব্দ-বিস্মৃতি
উজানের কৈ- সহজলভ্য
নব+অন্ন-নবান্ন
প্রতিদ্বন্দ্বিতা
আরবি ভাষার শব্দ
বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত
The Earth moves round the Sun.
He is capable of doing it.
I have seen him recently.
The wounded man was being helped by some children.
Medium- media or mediums.
Mistake - mistook.
দশটা বাজতে দশ মিনিট বাকি।
= It is Ten minutes to ten.
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো- রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।
রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রযেছে।
বাংলাদেশ মেশিন টুলস্ কারখানা গাজীপুর জেলায় অবস্থিত
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
VAT-এর পূর্ণরূপ value added tax, (মূল্য সংযোজন কর )
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে
১৯৬৯ - 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আযোজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ।
মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি তানভীর কবির।
ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)
ইরানের নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদী
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1320MW.
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
পটুয়াখালী জেলা
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক (kWh)
৫ অক্টোবর ২০২৩ আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর করে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।
বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোন বস্তুর গতির, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে পারে। বলের সবচেয়ে সহজ ধারনা হলো টানা বা ঠেলা যা কোন ভর যুক্ত পদার্থের বা বস্তুর বেগের পরিবর্তন ঘটায়।। অর্থাৎ এর প্রভাবে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা স্থির অবস্থার সৃষ্টি হয়।
হাইড্রোক্লোরিক এসিড বা মিউরিয়েটিক এসিড (muriatic acid) এক প্রকার অজৈব অম্ল যার রাসায়নিক সংকেত HCIT
ইংরেজিতে একটি শব্দ আছে Safety is First and Wrok is last. অর্থাৎ আগে সর্তকতা পরে কাজ। ফার্ম মেশিনারি শপ বা কারখানায় কাজ করার সময় একজন কারিগরকে বিভিন্ন প্রকার যন্ত্র ও মেশিন চালনা করতে হয়। এ সময় তার সামান্য ভুল, অবহেলা বা জড়তার কারণে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনায় কর্মরত কারিগর, শিক্ষার্থী ও কর্মীসহ মেশিন বা যন্ত্রপাতির অনেক ক্ষতি সাধিত হয়। একজনের ভুলের কারণে অন্য জনের মারাত্মক ক্ষতি, এমনকি জীবন নাশের ঘটনা পর্যন্ত ঘটতে পারে। এজন্য শপে বা ল্যাবে কর্মরত সকলের উচিৎ সাবধানতা ও নিরাপত্তা বিষয়ের সকল নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলা এবং নিরাপত্তা অভ্যাস গড়ে তোলা । দুর্ঘটনাজনিত বিপদ থেকে রেহাই পেতে হলে সাবধানতা অবলম্বনের অভ্যাস গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। সাবধানতা অবলম্বনের বিষয়ে কোনোরূপ গাফিলতি বা অবহেলা করা উচিত নয়। এরূপ অবহেলাই অনেক সময় মারাত্মক বিপদ ডেকে আনে। তাই ওয়ার্কশপের কাজ শেখার আগে প্রতিটি শিক্ষার্থীকে নিরাপত্তামূলক সাবধানতার বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে হয় এবং এসব নিরাপত্তা বিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হয়।
মেইনটেন্যান্স শব্দের অর্থ হলো, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। অর্থাৎ শতভাগ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
মেশিনের মেইনটেন্যান্স শব্দের অর্থ হলো :-
Non-precision instruments include steel rule,
caliper divider,
and telescopic gauge
স্টীলের প্রকারভেদ (Types of steel)
ভাইস (মার্কিন ইংরেজিতে Vise এবং ব্রিটিশ ইংরেজিতে Vice) এমন একটি যন্ত্র যা বিভিন্ন প্রকৌশলী কাজে ব্যবহৃত হয়ে থাকে। এতে দুটি সমান্তরাল চোয়াল (মুখ) থাকে যার একটি স্থির থাকে এবং অন্যটি স্ক্রুর সাহায্যে সামনে-পিছনে সরানো যায় বা স্লাইড করা যায়। প্রকৌশল কাজে ব্যবহৃত ভাইস যন্ত্র।
একটি ফাইল (File) হল ডেটার একটি সংগ্রহ যা একটি কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষণ করা হয়।
স্ক্রু ড্রাইভারগুলি মেশিন স্ক্রু, কাঠের স্ক্রু, যান্ত্রিক সমাবেশ, বিল্ডিং এবং নির্মাণ, বোল্ট সমাবেশ এবং ফাস্টেনার সমাবেশগুলির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারা প্রায়ই বাড়িতে এবং নির্মাণ সেটিংস ব্যবহার করা হয়।
লেদ মেশিনের বিভিন্ন কাজ
একটি বস্তুকে উপরের দিকে 20 m/s বেগে নিক্ষেপ করলে, উইথাউট আদির বা স্পেশাল প্রবেশের কোনও বৃদ্ধি, উহা সর্বোচ্চ হাইটে এই সময়ে উঠবে:
h = (v^2) / (2g)
যেখানে,
- h হল উচ্চতা (যেখানে বস্তুটি উঠবে)
- v হল বস্তুর উপরের দিকে নিক্ষেপের বেগ (20 m/s)
- g হল গ্রভিটেশনাল এক্সেলারেশন (ধৃতি বল) যা ধৃতি বলের সাথে পার্থক্য করে (পৃথিবীতে প্রায় 9.8 m/s^2)
তাহলে,
h = (20^2) / (2 * 9.8) ≈ 20.41 মিটার
তাহলে, বস্তুটি প্রায় 20.41 মিটার উচ্চতায় উঠবে।
সবচেয়ে সাধারণ ধরনের পাইপ ফিটিং হল: ইউনিয়ন, চেক ভালভ, রিডিউসার, কনুই এবং টিজ।
ওয়েল্ডিং (Welding): দুই খন্ড ধাতুকে উত্তাপের সাহায্যে গলিত বা অর্ধগলিত অবস্থায় এনে চাপে বা বিনা চাপে স্থায়ীভাবে জোড়া দেওয়ার প্রনালীকে ওয়েল্ডিং বলে।
ওয়েল্ডিং প্রধানত ২ প্রকার। যথাঃ
১। প্রেসার বা নন-ফিউশন ওয়েল্ডিং।
২। নন প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং।
১) ওয়েল্ডিং মেশিন (Welding Machine)
২) সংযোগ তার বা পাওয়ার ক্যাবল (Power Cable)
৩) ইলেকট্রোড হোন্ডার ( Electrode Holder)
৪) ক্যাবল কানেক্টার (Cable Connector)
৫) গ্র্যাউন্ড ক্যাম্প (Ground Clamp )
৬) চিপিং হ্যামার (Chipping Hammer)
৭) অয্যার ব্রাশ (Wire Brush )
৮) ফেস শিশু (Face Shield )
"ডাই" এবং "ট্যাপ" শব্দগুলি একটি স্মার্টফোন বা ট্যাবলেট ডিভাইসের স্ক্রিনে স্পেসিফ
1.Leth machine
2.shaper machine
3.Planer machine
4.Milling machine
5. Drilling machine
মেশিন শপের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হল শেপার মেশিন। এর মাধ্যমে কোন ধাতব বস্তুর তল কে কেটে প্রয়োজন মত আকার দেওয়া হয়। বিভিন্ন রকম তল কাটার জন্য বিভিন্ন কাটিং টুল ব্যবহার করা হয়।
এ যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয় বলে অনেক সময় একে ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়ে থাকে। স্লাইড ক্যালিপার্স ম্যাকানিকাল ইঞ্জিনিযারিং, ধাতুর দৈর্ঘ্য নির্ণয়, কাঠের মাপ-জোখ, বৈজ্ঞানিক পরীক্ষণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ট্রাই স্কয়ার ব্যবহৃত হয় কাঠের কাজে বা লোহার কাজে কাঠ বা লোহা মাপার জন্য। ইহা প্রধানত ব্যবহার করা হয় ৯০ ডিগ্রীর সঠিকতা মাপার জন্য।
সময়ের সাথে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।
ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি (৯.৮৩২১৭ ms-2) হয়। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ্য অপেক্ষাকৃত বেশি বলে অভিকর্ষজ তরণের মান অপেক্ষাকৃত কম (৯.৭৮০৩৯ ms-2) হয়। ক্রান্তীয় অঞ্চলে এর মান ৯.৭৮918 ms-2 ।