ই পি আই কী?
ই পি আই-এর অধীনে কয়টি টিকা দেওয়া হয়?
কোন রোগের জন্য বি সি জি টিকা দেওয়া হয়? কখন দেওয়া হয়?
পেন্টাভ্যালেন্ট টিকা কোন কোন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে?
পরিবার পরিকল্পনা কী?
জন্মনিয়ন্ত্রণের ২টি স্থায়ী পদ্ধতির নাম লিখুন।
অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কী কী?
খাওয়ার বড়ির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী?
এনিমিয়া বা রক্তশূন্যতা কী?
শরীরে রক্তশূন্যতার কারণ কী কী?
ভিটামিন কী ও কত প্রকার?
ফ্যাট সল্যুবল (Fat Soluble) ভিটামিন কী কী?
ভিটামিন 'A'-এর অভাবে কোন রোগ হয়?
Transfusion এবং Infusion-এর মধ্যে পার্থক্য কী?
রোগীর শরীরে রক্ত Transfusion করার আগে কী কী পর্যবেক্ষণ বা চেক করতে হবে?
রক্তের গ্রুপ কয়টি ও কী কী?
আমাদের দেশে রক্ত Transfusion-এর আগে কী কী রোগের Screening করা হয়?
একজন রোগী HBsAg '+'ve (পজিটিভ) বলতে কী বুঝায়?
একজন HBsAg '+' ve রোগী ওয়ার্ডে থাকলে কী কী সতর্কতা/প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে?
HBsAg '+'ve রোগীর রক্ত বা বডি ফুইড আপনার সংস্পর্শে আসলে কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে তা লিখুন।
ডায়াবেটিস কী? কীসের অভাবে শরীরে এ রোগ হয়?
ডায়াবেটিস রোগের চিকিৎসায় কী ব্যবহার করা হয় এবং কীভাবে কোথায় প্রয়োগ করা হয়?
উচ্চ রক্তচাপ কী? শরীরের স্বাভাবিক রক্তচাপ কত এবং কোথায় মাপা হয়?
শিশু মৃত্যুহার বলতে কী বোঝায়?
বাংলাদেশে শিশু মৃত্যুহার কত এবং এর কারণসমূহ কী কী?
শিশু মৃত্যুহার রোধে একজন সেবিকার ভূমিকা আলোচনা করুন।
একজন গর্ভবতী মা (Full term Pregnancy) প্রসব এর প্রথম পর্যায়ে আছেন। আপনাকে পার্টোগ্রাফি পূরণ করতে হবে। পার্টোগ্রাফে কী কী বিষয়গুলো লিপিবদ্ধ করতে হবে তা পর্যায়ক্রমে লিখুন।