কোন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়?
ম্যাসট্রিচট চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন?
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন ঈসা খান।
বাংলাদেশের সংবিধানিক নাম কি?
বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
মার্শাল জোসেফ টিটো বিদেশী রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন ।
“ছিয়াত্তরের মনন্তর" বাংলা কোন সালে হয়?
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ বঙ্গাব্দে হয়
মুক্তিযুদ্ধে সর্বশেষ শহিদ হন কোন বীরশ্রেষ্ঠ?
মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (বীরশ্রেষ্ঠ)
তমুদ্দিন মজলিস সংগঠনটি ৫২'র ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল
"ম্যাকমোহন লাইন" কোন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন?
ম্যাকমোহন লাইন ভারত - চীন দেশের সীমানা নির্ধারণ লাইন ।
আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা সংস্থা ঘোষণা করে UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) ।
"Extradition Treaty" কি?
Extradition Treaty হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ।
"CPP" কোন দুর্যোগ নিয়ে কাজ করে?
CPP ঘূর্ণিঝড় দুর্যোগ নিয়ে কাজ করে ।
বালিয়াটির জমিদার বাড়ি কোন উপজেলায় অবস্থিত?
বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত ।
"ছয় দফা" কোথায় ঘোষিত হয়?
ছয় দফা লাহোরে ঘোষিত হয় ।
"Green Peace" কোন দেশের পরিবেশবাদী সংগঠন ?
"Greenpeace" নেদারল্যান্ড এর পরিবেশবাদী সংগঠন ।