নদী মেখলা যে দেশের
নদী মেখলা যে দেশের - নদীমেখলা।
নষ্ট হওয়াই স্বভাব যার
নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর।
মৃতের মতো অবস্থা
মৃতের মত অবস্থা - মুমূর্ষু।
লাভ করার ইচ্ছা
লাভ করার ইচ্ছা - লিপ্সা।
যে সকল অত্যাচার সয়ে যায়
যে সকল অত্যাচার সয়ে যায় - সর্বংসহা।
অত্যন্ত
অত্যন্ত = অতি + অন্ত।
মরুদ্যান
মরূদ্যান = মরু + উদ্যান।
প্রত্যেক
প্রত্যেক = প্রতি + এক।
উচ্ছেদ
উচ্ছেদ = উৎ + ছেদ।
ইত্যাদি
ইত্যাদি = ইতি + আদি।
অন্ধের নড়ি
অন্ধের নড়ি (একমাত্র সম্বল): শেষ পর্যন্ত বিধবার অন্ধের নড়ি ছেলেটাও মারা গেলো।
এসপার ওসপার
এসপার ওসপার (মীমাংসা): সুজন ও সুমনের সম্পত্তি নিয়ে বিরোধের একটা এসপার ওসপার হওয়া দরকার।
ঘোড়ারোগ
ঘোড়ারোগ (সাধ্যের অতিরিক্ত সাধ): চার হাজার টাকা মাসিক বেতন পেয়ে দৈনিক পোলাও খেতে চাও, একেই বলে গরিবের ঘোড়ারোগ।
মনিকাঞ্চন যোগ
মনিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): যেমন পাত্র তেমনি পাত্রী-একেবারে মণিকাঞ্চন যোগ।
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব): ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয় না।
অনুজ
অনুজ - অগ্রজ।
ক্ষুদ্র
ক্ষুদ্র - বৃহৎ।
গৃহী
গৃহী - যাযাবর।
তদানীং
তদানীং - ইদানিং।
চঞ্চল
চঞ্চল - স্থির।
He is .......... M.B.B.S.
He is an M.B.B.S
A friend in need is ........ friend indeed.
A friend in need is a friend indeed.
............ higher you climb, the colder you feel.
The higher you climb, the colder you feel.
I saw .......... one-eyed man in the street.
I saw a one-eyed man in the street.
This is ......... unique opportunity.
This is a unique opportunity.
The thief (to be) punished for snatching.
The thief was punished for snatching.
The Jury (have/has) elected its chairman.
The Jury has elected its chairman.
I heard him (to say) so.
I heard him saying so.
Sixty miles (to be) a long distance.
Sixty miles is a long distance.
She (go) to the mall yesterday.
She went to the mall yesterday.
তোমার ঘড়িতে কয়টা বাজে?
তোমার ঘড়িতে কয়টা বাজে?
= What is the time by your watch?
তুমি পূর্বে কখনও সিলেট গিয়েছ কি?
তুমি পূর্বে কখনও সিলেট গিয়েছ কি?
= Have you ever been to Sylhet before?
বলা সহজ কিন্তু করা কঠিন।
বলা সহজ কিন্তু করা কঠিন।
= It's easy to say but difficult to do.
বিপদ একাকি আসেনা।
বিপদ একাকি আসেনা।
= Danger doesn't come alone.
সে হাড়ে হাড়ে দুষ্ট।
সে হাড়ে হাড়ে দুষ্ট।
= He is wicked to the backbone.
I go to university ...... metro rail.
I go to university by metro rail.
Distribute the marbles ........ two children.
Distribute the marbles between two Children.
There is no rose ....... a throne.
There is no rose without a throne.
The man died ....... cancer.
The man died of cancer.
He went to school .......... the morning.
He went to school in the morning.
ভূমির দৈর্ঘ্য x সে.মি.; লম্বের দৈর্ঘ্য = (x - ২) সে.মি.;
অতিভুজের দৈর্ঘ্য = (x + ২) সে.মি.
সমকোণী ত্রিভুজে- (লম্ব)২ + (ভূমি)২ = (অতিভুজ)২
(x - 2)2 + x2 = (x + ২)২
x২ - 8x + 8 + x২ = x২ + 8x +8
x২ = ৮X
∴ x = ৮
অতিভুজের দৈর্ঘ্য = (৮+২) সে.মি. = ১০ সে.মি.।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে-
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) = ৯৫ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৫) = ১০৫ টাকা
দুই বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫- ৯৫) = ১০ টাকা
বিক্রয়মূল্য ১০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
“ ১ ” “ ” " টাকা
“ ৫০০ ” “ ” " টাকা
বা ৫০০০ টাকা।
বা,
বা,
বা,
বা,
বা,
বা, x-2=0
∴ x=2
এখন,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় 'বজ্রপাতকে' ১৭ মে, ২০১৬ সালে "দুর্যোগ” হিসেবে ঘোষণা করে ।
জলবায়ু সম্মেলন "COP-28" সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত হয়। এখানে "COP" এর পূর্ণরূপ হলো Conference of the parties.
কারাকোরাম (সিল্করোড) কোথায় অবস্থিত?
কারাকোরাম (সিল্করোড) পাকিস্তান ও চীনে অবস্থিত ।
EPI এর সাহায্য দানকারী সংস্থার নাম কি?
EPI এর সাহায্যদানকারী সংস্থার নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
শান্তিতে ICRC (International Committee of the Red Cross) সংস্থাটি সর্বাধিকবার নোবেল পুরস্কার পেয়েছেন ।
পরবর্তী বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে এবং কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দেশে অনুষ্ঠিত হবে ।
"Sendai Framework" এর মেয়াদকাল কতো?
"Sendai Framework" এর মেয়াদকাল ২০১৫ - ২০৩০।
হাজার হ্রদের দেশ কোনটি?
হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড।
'গীতাঞ্জলি' কাব্যের অনুবাদ গ্রন্থ “Song Offerings" এর ভূমিকা লিখেন W.B. Yeats |
"রেঁনেসা" আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
“রেঁনেসা” আন্দোলন ফ্লোরেন্স, ইতালিতে শুরু হয়েছিল ।
১৯৭১ সালে ১লা আগস্ট পন্ডিত রবী শংকর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত The Concert for Bangladesh নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে উইলিয়াম আব্রাহাম সাইমন (ডব্লিউ এ এস) ওডারল্যান্ড বিদেশি নাগরিক 'বীর প্রতীক' খেতাব ভূষিত হয়েছেন ।
"The Oldman and the Sea" উপন্যাসের রচয়িতা কে?
"The Oldman and the Sea" উপন্যাসের রচয়িতা Ernest Hemingway.
বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী মিল্লাত পত্রিকার কথা "অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থে উল্লেখ করা হয়েছে
মুক্তিযুদ্ধে 'মুজিবনগর' কোন সেক্টরের অধীন ছিলো?
মুক্তিযুদ্ধে 'মুজিবনগর' ৮ নম্বর সেক্টরের অধীন ছিলো ।