ত্রিভুজের ক্ষেত্রফল = ভূমি উচ্চতা
ত্রিভুজটির উচ্চতা = ১২ মি.
শর্তমতে, ১৪৪ = ভূমি ১২
বা, ১৪৪ = ভূমি ৬
∴ ভূমি = = ২৪ মি.।
মূল্য বৃদ্ধির পূর্বে ১০০ একক তেলের মূল্য ১০০ টাকা হলে, ২৫% মূল্য বৃদ্ধিতে ১০০ একক তেলের মূল্য (১০০ + ২৫) টাকা বা ১২৫ টাকা।
বৃদ্ধিপ্রাপ্ত মূল্যে ১২৫ টাকায় পাওয়া যায় ১০০ একক
“ ” “ ১ ” “ ” "
“ ” “ ১০০ ” “ ” "
বা ৮০ একক।
ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হবে (১০০ - ৮০)% বা ২০%।