পূর্ণরূপ লিখুন
1.

UNESCO

Created: 3 months ago | Updated: 13 hours ago

UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization

পূর্ণরূপ লিখুন
2.

NATO

Created: 3 months ago | Updated: 1 day ago

NATO = North Atlantic Treaty Organization

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি): বাংলাদেশ টেলিভিশন, সাধারণভাবে বিটিভি হিসেবে পরিচিত, বাংলাদেশের প্রধান সরকারি টেলিভিশন চ্যানেল, যা বিভিন্ন শৈলি এবং মৌলিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।

নিজস্ব ও সরকারি চ্যানেলসমূহ: বিটিভি-এর পাশাপাশি, বাংলাদেশে অনেকগুলি নিজস্ব এবং সরকারি টেলিভিশন চ্যানেল অবস্থিত আছে, যা দেশব্যাপী পাঠকবর্গের সমাচার, বিনোদন, এবং শৈলি প্রদান করে।

শিক্ষামুলক ও সম্প্রচারমূলক কার্যক্রম: বাংলাদেশ টেলিভিশন শিক্ষামুলক এবং সম্প্রচারমূলক কার্যক্রম উপস্থাপন করে, যাতে দর্শকদের সাধারিতা বাড়ানো এবং তাদের সাথে সৃষ্টিশীল থাকার সুযোগ দেওয়া হয়।

সার্বভৌম ও স্থানীয় সংবাদ: বিটিভি এবং অন্যান্য চ্যানেলসমূহ দেশের সার্বভৌম ও স্থানীয় সংবাদ সম্প্রচার করে, যাতে দর্শকরা দেশে ও বিদেশে ঘটনার সহজ এবং সঠিক তথ্য প্রাপ্ত করতে পারে।

 

 


 

মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা ২নং সেক্টরের আওতায় ছিলো

Created: 3 months ago | Updated: 16 hours ago

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পরিবর্তিত উল্লেখযোগ্য কিছু পদের মধ্যে এমএলএসএস/ দফতরি/পিয়ন/ডিম পরীক্ষক/শেয়ারিং এটেনডেন্ট/বুচার/টি বার অ্যাসিসটেন্ট/চাপরাশি পদগুলোর একক নাম হয়েছে অফিস সহায়ক।

সরকারি চাকুরী এবং সাধারণ প্রশাসন বিভাগ নিয়ন্ত্রণ শাখা, শাখা ১ নম্বর এস,জি, এ/আর আই/আই এস-135/69/252(350), তারিখ: ২৯ অক্টোবর ১৯৬৯ এর  মোতাবেক সরকারি পিয়নদের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে।

 

অফিস সহায়ক এর দায়িত্ব ও কর্তব্য  

১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।

৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।

৪। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।

৫। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।

৬। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন।

৭। তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন।

৮। তাহারা স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন।

৯। তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন

১০। তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা তুলিবেন।

১১। তাহারা অফিস সময়ের ১৫ মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব/প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন।

১২। তাহারা বিনা অনুমতিতে কোন সময় অফিস ত্যাগ করিবেন না।

সোর্সঃ বাংলাদেশ সার্ভিস রুলস

Related Sub Categories