আমরা জানি, ১ লিটার =১০০০ মি.লি
কাজল পান করল ২৫০ মি.লি।
অবশিষ্ট রইল (১০০০-২৫০)=৭৫০ মি.লি
মনে করি, বালির পরিমাণ = ৪x কেজি
সিমেন্টের পরিমাণ = x কেজি
প্রশ্নমতে, ৪x + x = ৪০
বা, ৫x = ৪০
∴ x = ৮
∴ বালির পরিমাণ = ৪ ৮ = ৩২ কেজি
∴ সিমেন্টের পরিমাণ = ৮ কেজি
উত্তর: বালির পরিমাণ ৩২ কেজি ও সিমেন্টের ওজন ৮ কেজি।
দেওয়া আছে, দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার
পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = {৮০ - (৪২)} মিটার
পাড় বাদে পুকুরের প্রস্থ = {৫০ - (৪২)} মিটার
= ৪২ মিটার
এখন পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৮০ ৫০) বর্গমিটার
= ৪০০০ বর্গমিটার
এবং পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = (৭২ ৪২) বর্গমিটার
= ৩০২৪ বর্গমিটার
∴ পুকুরপাড়ের ক্ষেত্রফল = (৪০০০ - ৩০২৪) বর্গমিটার
= ৯৭৬ বর্গমিটার
উত্তর: ৯৭৬ বর্গমিটার
দেওয়া আছে, ১ মিটার গভীরতার ক্ষেত্রে,
ট্যাংকের দৈর্ঘ্য = ৮ মিটার = ৮০০ সে.মি
" প্রস্থ = ৫ মিটার = ৫০০ সে.মি.
" গভীরতা = ১ মিটার = ১০০ সে.মি.
ট্যাংকটির আয়তন = (৮০০ ৫০০ ১০০) ঘন সে.মি.
= ৪,০০,০০,০০০ ঘন সে.মি.
আমরা জানি,
১০০০ ঘন সে.মি. = ১ লিটার
১ “ ” "
৪,০০,০০,০০০ " "
= ৪০,০০০ লিটার
= ৪০ মে.টন
উত্তর: ৪০ মে.টন