ষোড়শ
ষোড়শ = ষট + দশ
স্বপ্ন
নিশ্চয়
'নিশ্চয়' এর সন্ধি বিচ্ছেদ নিঃ + চয়।
শতেক
শতেক = শত + এক
একত্রিত
একত্রিত = একত্র+ইত
অসীম
অসীম = সসীম
আলোক
আলোক এর বিপরীত শব্দ হল তিমির।
সুগম
সুগম এর বিপরীত শব্দ হল দুর্গম।
গুরু
গুরু এর বিপরীত শব্দ হল শিষ্য।
স্বতন্ত্র
'স্বতন্ত্র' এর বিপরীত শব্দ হলো - পরতন্ত্র।
জয় করার ইচ্ছা
জয় করার ইচ্ছা - জিগীষা
ময়ূরের ডাক
ময়ূরের ডাক' - এক কথায় হবে কেকা
সমুদ্রের ঢেউ
সমুদ্রের ঢেউ = ঊর্মি।
দমন করা যায় না যাকে
দমন করা যায় না যাকে - অদম্য।
যে জমিতে ফসল জন্মায় না
যে জমিতে ফসাল জন্মায় না' এক কথায় - ঊষর
মগের মুল্লুক
মগের মুল্লুক = অরাজক দেশ
ডুব মারা
ডুব মারা এর বাগধারা হলো আত্ম গোপন করা
হাত টান
'হাত টান' বাগধারাটির অর্থ চুরির অভ্যাস
তামার বিষ
'তামার বিষ' বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব।
অক্কা পাওয়া
“অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে মারা যাওয়া