নিরাময়
নিরাময় = নিঃ+ আময়।
উদ্যোগ
উদ্যোগ = উৎ + যোগ।
পূর্বে শোনা যায়নি
পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
যে ভূমিতে ফসল জন্মায় না
যে ভূমিতে ফসল জন্মায় না - ঊষর।
অকূল পাথার
অকূল পাথার (ভীষণ বিপদ): দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ এখন অকূল পাথারে পড়েছে।
অকাল কুষ্মাণ্ড
অকাল কুষ্মাণ্ড (অপদার্থ): অকাল কুষ্মাণ্ড ছেলেটার ওপর একাজের দায়িত্ব দিলে সব পণ্ড হয়ে যাবে।
সায়ত্বশাসন
সায়ত্বশাসন- স্বায়ত্তশাসন।
দুরিভুত
দুরিভুত - দূরীভূত।
তিলে তৈল হয়
তিলে তৈল হয় - অপাদানে সপ্তমী।
পুকুরে মাছ আছে
পুকুরে মাছ আছে- অধিকরণে সপ্তমী।