নিম্নলিখিত তথ্যাবলী হতে ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মি. তনয়ের বহিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন:
(ক) নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত/ডেবিট উদ্বৃত্ত ১৯,৬৭০ টাকা।
(খ) ব্যাংকে ১,২০০ টাকার চেক জমা দেয়া হয়েছে কিন্তু ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক তা আদায় করতে পারেনি।
(গ) ৫০০ টাকা ও ৩০০ টাকার দুটো চেক ইস্যু করা হয়েছিল কিন্তু উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(ঘ) একজন দেনাদার তার ১,০০০ টাকা দেনা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে কিন্তু তা এখনো নগদান বহিতে ডেবিট করা হয়নি।
(ঙ) আমাদের স্বীকৃত ৬০০ টাকার একটি বিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দেয় যা এখনো নগদান বহিতে এন্ট্রি করা হয়নি।
(চ) ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে ৪৫০ টাকা, পক্ষান্তরে হিসাব পরিচালনার জন্য চার্জ ধার্য্য করেছে ১২০ টাকা যা এখনো নগদান বহিতে হিসাবভুক্ত হয়নি।
ভাউচার কাকে বলে?
সনাতন পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্রসমূহ লিখুন।
জাবেদা লিখুন: নগদ ১০,০০০/- টাকা প্রদান করে ভ্যাট চলতি হিসাব খোলা হলো।
কন্ট্রা এন্ট্রি বা বিপরীতে দাখিলা কাকে বলে?
কখন ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়?
লুকা প্যাসিগুলি তাঁর "সুম্মা ডি এরিথমেটিকা জিওমেটিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা" গ্রন্থে কী ব্যাখা করেন?
রেওয়ামিলে যে সকল ভুল ধরা পড়ে না এমন ৫টি ভুলের নাম লিখুন?
যে পদ্ধতিতে দু'তরফা দাখিলা পদ্ধতির নীতিমালা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হয় না তাকে কি বলে?
সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে কি পাওয়া যায়?
প্রতিষ্ঠানের আর্থিক ক্রিয়াকলাপের জন্য কে দায়ী?
পাশ বইয়ের ডেবিট উদ্বৃত্ত বলতে কি বুঝায়?
"প্রত্যেকটি ডেবিট এর অবশ্যই সমপরিমাণ ক্রেডিট থাকবে" এটি GAP এর কোন নীতি?