কার্পজাতীয় মাছের পুকুরে কাতলা, রুই এবং মৃগেল মাছের পোনা মজুদ ঘনত্বের অনুপাত ৪ : ৪: ২ এবং মজুদ ঘনত্ব প্রতি একরে ৪,০০০টি হলে এক একর এর একটি পুকুরের জন্য প্রয়োজনীয় কাতলা, রুই এবং মৃগেল মাছের পোনার সংখ্যা নির্ণয় করুন।
পুকুর প্রস্তুতের সময় প্রতি শতাংশ পুকুরে এক কেজি হারে চুন প্রয়োগ করা হলো এক হেক্টর আয়তনের পুকুর প্রস্তুতির জন্য কত কেজি চুন প্রয়োজন হবে?
এক হেক্টর একটি পুকুরের পানির গড় গভীরতা দুই মিটার। ঐ পুকুরের মোট কত টন পানি আছে? এক পিপিএম হারে রাসায়নিক ট্রিটমেন্ট করতে হলে কি পরিমান রাসায়নিক দ্রব্য প্রয়োজন হবে?
কার্প হ্যাচারির একটি সার্কুলার ট্যাংকের ব্যাসার্ধ ২ মিটার এবং গভীরতা ১.৫ মিটার। ট্যাংকটিতে ১.২৫ মিটার গভীরতার পানি থাকলে কত মেট্রিক টন পানি আছে?