কলম' শব্দটি আরবি ভাষা থেকে গৃহীত
অর্বাচীন = প্রাচীন
গৈ+অক = গায়ক
'ভূত' শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু; রূপক কর্মধারয় সমাস
'যখন কষ্টে ভিক্ষা মেলে' = দুর্ভিক্ষ
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী
সোনার পাথর বাটি = অলীক বস্তু
কুসুমকোমল = কুসুমের ন্যায় কোমল; উপমান কর্মধারয়
মনঃ+যোগ = মনোযোগ
'I know you.'
= I know who you are.
'A race was run by him.'
= He ran a race
home = Homely
Health is exercise for god.
= Exercise is good for health.
ছেলেটি প্রতিদিন সকালে হাঁটে।
= The boy walks every morning.
'You can be at home.
The earth moves round the sun.
'তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে।
= It has been raining for three hours.
He is weak in English.
Commity = committee.
একটি কোণ ৬০° হলে, তার সম্পূরক কোণ (supplementary angle) ১৮০°- ৬০°=১২০°।
আমরা জানি,
মুনাফা, I = pnr
= ৫৫০০ টাকা
∴ সর্বমোট পরিশোধ করতে হবে আসল + মুনাফা
= ৫০০০০ + ৫৫০০
= ৫৫৫০০ টাকা
10% লাভে,
কলমটির বিক্রয়মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
কলমটির বিক্রয়মূল্য 11 টাকা হলে ক্রয়মূল্য = ( 100 ×11) /110 = 10 টাকা
এক সরলকোণ = ১৮০°
গরুটির ক্রয়মূল্য
= ৫০০০ টাকা
এখানে, ক্রয়মূল্য = ৭৫ টাকা
এবং বিক্রয়মূল্য = ৯০ টাকা
∴ লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা
শতকরা লাভ
১ মিলিয়ন = ১০ লক্ষ
মনেকরি,
সংখ্যাদ্বয় x ও y যেখানে x > y
প্রশ্নমতে, x + y = ১০০ . . . . . . (i)
এবং x - y = ২০ . . . . . . (ii)
(i) + (ii) ⇒
২x = ১০০ + ২০
⇒ ২x = ১২০
⇒ x = ৬০
আবার, (i)⇒
৬০ + y = ১০০
⇒ y = ১০০ - ৬০
⇒ y = ৪০
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৬০ ও ৪০
বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম ইউনিকোড
কম্পিউটারের দুটি এন্টিভাইরাসের নাম হলো অ্যাভাস্ট, এভিজি
কম্পিউটার কম্পোজে ডকুমেন্ট সেভ হয় কি বোর্ডের Ctrl + S বাটনে
Google হলো সার্চ ইঞ্জিন
'Blue Economy' সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত
আল আকসা মসজিদ জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত
বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর
বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন
WHO এর পূর্ণরূপ World Health Organization.
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে
SFDF পূর্ণরূপ Small Farmers Development Foundation
বাংলাদেশের প্রথম নারী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নম্বর সেক্টরের অধীনে ছিল
ঐতিহাসিক ৭ই মার্চ।
এসডিজি (SDG) ২০৩০।
স্মার্ট বাংলাদেশে গঠনে কি কি প্রয়োজন।
কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের গুরুত্ব।
পরম শূন্য তাপমাত্রা শূন্য কেলভিন বা -২৭৩° সেলসিয়াস
খাদ্যের কার্বোহাইড্রেট বা শর্করা উপাদান কর্মশক্তি দিয়ে থাকে
রঙিন টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম রঞ্জন রশ্মি
BMI নির্দেশ করে Body Mass Index কে
খেসারি ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে
মানব দেহের রক্তরসে শতকরা ৯১-৯২% ভাগ পানি থাকে [জীববিজ্ঞান ৯ম-১০ম বোর্ড বই, ২০১৭]