MRT এর পূর্ণরূপ কী? MRT-6 এর দৈর্ঘ্য কত? এর রুট (Route) লিখুন।
Mass Rapid Transit (MRT)
এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশ খুলছে । তবে এই রুটটির মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার
MRT Line-6 এর রুট এ্যালাইনমেন্ট
উত্তরা ৩য় পর্ব - পল্লবী - রোকেয়া সরণির পশ্চিম পার্শ্ব দিয়ে খামারবাড়ী হয়ে ফার্মগেট - হোটেল সোনারগাঁও - শাহবাগ - টিএসসি - দোয়েল চত্ত্বর - তোপখানা রোড - বাংলাদেশ ব্যাংক - জসিম উদ্দিন রোডের প্রথম অংশ হয়ে দক্ষিণ দিক দিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের সম্মুখস্থ সার্কুলার রোড।
আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রধান কারা?
আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রধান ব্যক্তিরা সাধারণত নিম্নরূপ:
আইন বিভাগ (Law Department):
শাসন বিভাগ (Administration Department):
বিচার বিভাগ (Judiciary):
মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য মোট ৪টি খেতাব দেয়া হয়েছে।
বীরপ্রতীক খেতাব দেয়া হয়েছে ৪২৬ জনকে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকায় ২ জনের খেতাব বাতিল করা হয়, বর্তমানে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ৪২৪ জন। খেতাবপ্রাপ্ত তিনজন নারী বীর মুক্তিযোদ্ধার নাম হলো: ডা. তারামন বিবি, সেতারা বেগম ও কাকন বিবি।
পদ্মাসেতুকে বাংলাদেশের সক্ষমতার প্রতীক বলা হয় কেন? আলোচনা করুন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন।