Created: 3 months ago | Updated: 1 day ago

Mass Rapid Transit (MRT)

এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশ খুলছে । তবে এই রুটটির মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার

MRT Line-6 এর রুট এ্যালাইনমেন্ট

উত্তরা ৩য় পর্ব - পল্লবী - রোকেয়া সরণির পশ্চিম পার্শ্ব দিয়ে খামারবাড়ী হয়ে ফার্মগেট - হোটেল সোনারগাঁও - শাহবাগ - টিএসসি - দোয়েল চত্ত্বর - তোপখানা রোড - বাংলাদেশ ব্যাংক - জসিম উদ্দিন রোডের প্রথম অংশ হয়ে দক্ষিণ দিক দিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের সম্মুখস্থ সার্কুলার রোড।

Created: 3 months ago | Updated: 1 day ago

আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রধান ব্যক্তিরা সাধারণত নিম্নরূপ:

আইন বিভাগ (Law Department):

  • সাধারণভাবে, আইন বিভাগের প্রধান হচ্ছেন আইনমন্ত্রী বা আইন সচিব (Minister of Law or Secretary of Law), যারা সরকারের আইনগত বিষয়গুলি পরিচালনা করেন এবং আইন সংশোধন ও বাস্তবায়নের কাজ করেন।

শাসন বিভাগ (Administration Department):

  • শাসন বিভাগের প্রধান সাধারণত প্রধানমন্ত্রী বা প্রধান সচিব (Prime Minister or Chief Secretary) হন। তারা প্রশাসনিক কার্যক্রম, সরকারি নীতি ও কর্মসূচি পরিচালনা করেন।

বিচার বিভাগ (Judiciary):

  • বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি (Chief Justice)। তিনি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান এবং বিচার বিভাগীয় কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য মোট ৪টি খেতাব দেয়া হয়েছে।

 বীরপ্রতীক খেতাব দেয়া হয়েছে ৪২৬ জনকে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকায় ২ জনের খেতাব বাতিল করা হয়, বর্তমানে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ৪২৪ জন। খেতাবপ্রাপ্ত তিনজন নারী বীর মুক্তিযোদ্ধার নাম হলো: ডা. তারামন বিবি, সেতারা বেগম ও কাকন বিবি।

Related Sub Categories