বাট্টা কাকে বলে? বাট্টা কত প্রকার ও কী কী?
ব্যবসা ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসারে প্রাপ্য টাকা বা বিক্রয় মূল্য থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা ছেড়ে দেয়া হয় বা ক্রয়ের ক্ষেত্রে যে অর্থ কম দেয়া হয় তাকে বাট্টা বলে।
বাট্টা তিন প্রকার:
ক. ব্যবসায়ি বাট্টা
খ. পরিমাণ বাট্টা
গ. নগদ বাট্টা
দু'তরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কী কী?
যে হিসাব ব্যবস্থায় লেনদেনের দ্বৈতসত্তা বিশ্লেষণ করে এক পক্ষকে ডেবিট ও অন্য পক্ষকে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয় তাকে দু'তরফা দাখিলা পদ্ধতি বলে। দু'তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য নিম্নরূপ:
→ দুটি পক্ষ নির্ণয়
→ দাতা ও গ্রহীতা
→ ডেবিট ও ক্রেডিট
→ সমমূল্যের লেনদেন
→ পৃথক সত্তা
→ নির্ভুল হিসাব
→ বিস্তারিত ও নির্ভুলযোগ্য তথ্য
→ বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা
হিসার বিজ্ঞানের জনক কে? তাঁর লিখিত বিখ্যাত বইটির নাম লিখুন।
হিসাব বিজ্ঞানের জনক হলেন লুকা প্যাসিওলি। তার দুটি বইয়ের নাম-
ক. সুম্মা এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশানিয়েট প্রপোরশনালিটা।
খ. দি মর্ডান কনসেন্ট অন একাউন্টিং।