অন্য গাছের উপর যে গাছ জন্মায়
অন্য গাছের উপর যে গাছ জন্মায় - পরগাছা।
যে বেশী কথা বলে
যে বেশী কথা বলে- বাচাল।
লাভ করার ইচ্ছা
লাভ করার ইচ্ছা- লিপ্সা।
পটে আঁকে যে
পটে আঁকে যে- পটুয়া।
যা বলা হয়নি
যা বলা হয়নি- অনুক্ত।
পরীক্ষা
পরীক্ষা = পরি+ঈক্ষা
উচ্ছেদ
উচ্ছেদ = উৎ+ছেদ
গবাদি
গবাদি = গো+আদি
দিগন্ত
দিগন্ত = দিক্+অন্ত
জনৈক
জনৈক = জন+এক
কূলের সমীপে
কূলের সমীপে = উপকূল (অব্যয়ীভাব সমাস)
শত অব্দের সমাহার
শত অব্দের সমাহার = শতাব্দী (দ্বিগু সমাস)
ত্রি ফলের সমাহার
ত্রি ফলের সমাহার = ত্রিফলা (দ্বিগু সমাস)
গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে
গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ (মধ্যপদলোপী বহুব্রীহি সমাস)
মন রূপ মাঝি
মন রূপ মাঝি = মনমাঝি (রূপক কর্মধারয় সমাস)
দিন
দিন-রাত
ধনী
ধনী = দরিদ্র /গরীব
আদান-
আদান = প্রদান
আশু
আশু = বিলম্ব
মুক্ত
মুক্ত - বদ্ধ
আমড়া কাঠের ঢেঁকি
আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ
ইতর বিশেষ
ইতর বিশেষ- পার্থক্য
আঠারো মাসে বছর
আঠারো মাসে বছর- দীর্ঘসূত্রিতা
নয় ছয়
নয় ছয়- অপচয়
অরণ্যে রোদন
অরণ্যে রোদন- নিষ্ফল আবেদন