গুড়েবালি
গুড়ে বালি (আশায় নৈরাশ্য)ঃ সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য গুড়ে বালি নয়।
হাতের পাঁচ
হাতের পাঁচ = শেষ সম্বল
উড়নচন্ডী
উড়নচন্ডী = অমিতব্যয়ী
আঙুল ফুলে কলাগাছ
আঙ্গুল ফুলে কলাগাছ = হঠাৎ বড়লোক/ধনী হওয়া
ইঁদুর কপালে
ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য
অল্প কথা বলে যে
অল্প কথা বলে যে = মিতভাষী
আমিষের অভাব
আমিষের অভাব = নিরামিষ।
আকাশে চড়ে যে
আকাশে চড়ে যে = খেচর; আকাশচারী।
হরিণের চামড়া
হরিণের চামড়া = অজিন।
কণ্ঠ পর্যন্ত
কন্ঠ পর্যন্ত =আকন্ঠ।
আদি
আদি = অন্তিম।
অজ্ঞ
অজ্ঞ = বিজ্ঞ/ প্রাজ্ঞ/ জ্ঞানী।
গৃহী
গৃহী = সন্ন্যাসী।
অনুকুল
অনুকূল = প্রতিকূল।
আবির্ভাব
আবির্ভাব = তিরোভাব/তিরোধান।
গবেষণা
গো+এষণা= গবেষণা
ছাত্র
ছাত্র = ছাত্র + অ
সংকল্প
সম্+কল্প= সংকল্প
জনৈক
জনৈক = জন্ + এক
সংবাদ
সংবাদ = সম্ + বাদ
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
ব্যাতিত
ব্যাতিত = ব্যতিত
ইতিমধ্যে
ইতিমধ্যে = ইতোমধ্যে
পিপিলীকা
পিপিলীকা = পিপীলিকা
সমিচীন
সমিচীন = সমীচীন
There will be four pillars to build 'Smart Bangladesh'. Such as Smart Citizen, Smart Economy, Smart Government, and Smart Society.
সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত
সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
→ Sylhet is situated on the bank of the river Surma.
সুমন ক্রিকেট খেলে
সুমন ক্রিকেট খেলে।
= Sumon plays cricket.
পাখিটি আকাশে উড়ে
পাখিটি আকাশে ওড়ে।
= The bird flies in the sky.
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
= The Earth moves round the sun.
আমি সাত দিন যাবত জ্বরে ভুগছি
আমি সাতদিন যাবত জ্বরে ভুগছি। = I have been suffering from fever for seven days.
Put up with
Put up with (সহ্য করা): I will not put up with you misdeeds.
Prior to
Prior to (পূর্বে): Prior to discovery of insulin, it was not possible to treat the diabetes.
Black and white
Black and white (লিখিতভাবে): Inform your allegation to the higher authority in black and white.
Cats and dogs
Cats and dogs (মুষলধারে): It is raining cats and dogs.
At once
At once (হঠাৎ): Go out of the room at once.
Liesure
Lesure = Leisure
Kindergarden
Kindergarden → Kindergarten
mispel
Mispel → Misspell
Marsal
Marsal → Marshall
Aworness
Aworness → Awareness
Do not shout ____ me.
Do not shout at me. বাক্যের অর্থঃ আমার সাথে চিৎকার করোনা।
I am good _____ English.
I am good at English. বাক্যের অর্থঃ আমি ইংরেজিতে ভালো।
My birthday is ____ November
My birthday is in November. বাক্যের অর্থঃ নভেম্বর মাসে আমার জন্মদিন।
He died ______ cholera.
He died of cholera. বাক্যের অর্থঃ তিনি কলেরায় মারা গিয়েছেন।
God took pity ____ him.
God took pity on him. বাক্যের অর্থঃ সৃষ্টিকর্তা তার উপর করুণা করেছিলেন।
চৌবাচ্চাটির বাকি অংশ = {১ - (৩/৫)} অংশ
= ২/৫ অংশ
চৌবাচ্চাটির ৩/৫ ভাগ হতে সময় লাগে ৭ঘন্টা
" ১ " " " " = (৭×৫)/৩ "
∴ " ২/৫ " " " " = (৭×৫×২)/৩×৫"
= ১৪/৩ ঘন্টা
= ৪ ঘন্টা ৪০ মিনিট
দেয়া আছে, x2 + 13x + 36
= x2+ 9x + 4x + 36
= x(x+9)+4(x+9)
= (x + 9) (x + 4)
ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল
ভূমি উচ্চতা
= ১৬৫০ বর্গ মিটার
১ বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে = ২৩.৫০ টাকা
∴ ২৩.৫০ বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে
= ১৬৫০ ২৩.৫০ = ৩৮৭৭৫ টাকা।
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।
খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন
ড: সেতারা বেগম এবং তারামন বিবি
UNHCR-এর সদর দপ্তর কোথায়?
UNCHR- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান
পদ্মা সেতুর প্রস্থ কত?
প্রস্থ ১৮.১০ মিটার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ই জানুয়ারি।
রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত?
পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
ভুটানের রাজধানীর নাম কি?
ভুটানের রাজধানীর নাম থিম্পু
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।
বাংলাদেশে জাতীয় সংসদে আসন কতটি?
বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট আসন সংখ্যা ৩৫০ জন।
ইউরোপিয় ইউনিয়নের বর্তমানে সদস্য রাষ্ট্র কতটি?
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি।
ICDDRB এর পূর্ণ রূপ কি?
ICDDRB এর পূর্ণরূপ হলো International Centre for Diarrheal Disease Research, Bangladesh.
বাংলাদেশের একমাত্র সরকারী ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান কোনটি?
বাংলাদেশের একমাত্র সরকারী ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়।