অসহায়কে সাহায্য কর
অসহায়কে সাহায্য কর।
= কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
জসিম ইংরেজী ব্যাকরণে ভাল।
জসিম ইংরেজি ব্যাকরণে ভালো। = অধিকরণ ৭মী
জমি থেকে ফসল পাই।
জমি থেকে ফসল পাই। = অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বনে বাঘ আছে।
বনে বাঘ আছে। = অধিকরণ ৭মী
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থণা।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।
= কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
মরুদ্যান
মরুদ্যান = মরু + উদ্যান
বনৌষধি
বণৌষধি = বন+ওষধি
মহর্ষি
মহর্ষি = মহা + ঋষি
সঞ্চয়
সঞ্চয় = সম + চয়
সজ্জন
সজ্জন = সৎ+জন
মধুমাখা
মধুমাখা = মধু দ্বারা মাখা = তৃতীয়া তৎপুরুষ সমাস
চৌরাস্তা
চৌরাস্তা = চৌ (চার) রাস্তার মিলন = দ্বিগু সমাস
হাতঘড়ি
হাতঘড়ি = হাতে পড়া হয় যে ঘড়ি = মধ্যপদলোপী কর্মধারায় সমাস
কানাকানি
কানাকানি = কানে কানে যে কথা = ব্যতিহার বহুব্রীহি সমাস
বিষাদসিন্ধু
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু = রূপক কর্মধারয় সমাস
যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয়
যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা যায় = তুলাদণ্ড
সিংহের ডাক
সিংহের ডাক = হুঙ্কার
ঝনঝন শব্দ
ঝন ঝন শব্দ = ঝঙ্কার
ভোজন করার ইচ্ছা
ভোজন করার ইচ্ছা = বুভুক্ষা
যে উপকারীর অপকার করে
যে উপকারীর অপকার করে = কৃতঘ্ন
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী
= শ্রদ্ধাঞ্জলি
সোমিচিন
সোমিচীন = সমীচীন
পিতাহীন
পিতাহীন
= পিতৃহীন
শিরচ্ছেদ
শিরচ্ছেদ
= শিরশ্ছেদ
মুহুর্ত
মুহুর্ত = মুহূর্ত