১০% ক্ষতিতে ,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা
৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫ টাকা
পার্থক্য = ১০৫ - ৯০ = ১৫ টাকা
১৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০ টাকা
১ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০/১৫ টাকা
৪৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য (১০০ ৪৫)/১৫ টাকা = ৩০০ টাকা
মনে করি, ক এর মূলধন p
খ এর মূলধন p
গ এর মূলধন = (p - ২০০) টাকা
প্রশ্নমতে, p + p + p ২০০ = ২৮০০
বা, ৩০ = ৩০০০
∴ p = ১০০০
সুতরাং ক এর মূলধন = ১০০০ টাকা
খ এর মূলধন = ১০০০ টাকা
গ এর মূলধন (১০০০ - ২০০) = ৮০০ টাকা
ক, খ ও গ এর মূলধনের অনুপাত = ১০০০ : ১০০০ : ৮০০
= ১০ : ১০ : ৮
অনুপাতের যোগফল = ২৮
'গ' এর লাভ = ৫৬০ টাকার
= ১৬০ টাকা
উত্তর: ১৬০ টাকা
দেওয়া আছে, গ.সা.গু = ২ এবং ল.সা.গু= ৩৬০
অপর সংখ্যাটি = গ.সা.গু × ল.সা.গু / একটি সংখ্যা
= ৭২
উত্তর: ৭২
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭ ।
আমরা জানি, বৃত্তের পরিধি ২πr (π = পাই, r = ব্যাসার্ধ)
এবং বৃত্তের ব্যাস ২r (r = ব্যাসার্ধ)।
সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭ ।