পদ্মা সেতু
করোনা ভাইরাস
'লালসালু উপন্যাসের রচয়িতা কে?
'লালসালু উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি
বাংলা ভাষার অর্থ মাত্রার বর্ণ কয়টি?
বাংলা ভাষার অর্ধমাত্রার বর্ণ ৮টি
কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ লিখুন?
কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ ২৪ মে ১৮৯৯
ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গানুবাদ কে করেন?
ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গানুবাদ করেন গিরিশচন্দ্র ঘোষ
চর্যাপদের পদ সংখ্যা কয়টি?
চর্যাপদের পদ সংখ্যা ৫১টি
সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে
'অবিশ্বাস্য' এর ব্যাসবাক্য কি?
'অবিশ্বাস্য' এর ব্যাসবাক্য নয় বিশ্বাস্য-তৎপুরুষ
দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ করুন।
দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ দিক্ + লোক
শশাংক অর্থ কি?
শশাংক অর্থ চন্দ্র
Bangladesh Liberation War, 1971
Patriotism
সে আমার থেকে বড়।
সে আমার থেকে বড়। = He is senior to me
বাংলাদেশ নদীমাতৃক দেশ।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। = Bangladesh is a riverine country.
লেগে থাকো, তুমি জিতবে।
লেগে থাকো, তুমি জিতবে। = Stay as you are, You will win.
চেষ্টা না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না।
চেষ্টা না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। = You will never succed if you don't try.
আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত।
আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। = I am used to working hard.
ক। উত্তরঃ
পুকুরের পরিসীমা ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৫৪ + ৩৬.৫০) মিটার
= ১৮১ মিটার
উত্তর: ১৮১ মিটার
খ। উত্তরঃ
পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = {৫৪ (২.৫ ২)} মিটার
= ৪৯ মিটার
পাড় বাদে পুকুরের প্রস্থ {৩৬.৫০ (২.৫ ২)} মিটার
= ৩১.৫ মিটার
এখন পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৫৪ ৩৬.৫) বর্গমিটার
= ১৯৭১ বর্গমিটার
এবং পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = (৪৯ ৩১.৫) বর্গমিটার
= ১৫৪৩.৫ বর্গমিটার
∴ পুকুরপাড়ের ক্ষেত্রফল = (১৯৭১ - ১৫৪৩.৫) বর্গমিটার
= ৪২৭.৫ বর্গমিটার
উত্তর: ৪২৭.৫ বর্গমিটার
বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি?
বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম সংবিধান
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি?
'জারীকারক' শব্দটির ইংরেজি কি?
'জারীকারক' শব্দটির ইংরেজি The issuer
CD এর পূর্ণরূপ লিখুন।
CD এর পূর্ণরূপ Compact Disc
বাংলাদেশের ০১ জন মহিলা বীরপ্রতীকের নাম লিখুন।
বাংলাদেশের ০১ জন মহিলা বীরপ্রতীকের নাম হলো তারামন বিবি
'একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা কে?
'একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা জাহানারা ইমাম
ইউক্রেনের রাজধানীর নাম কী?
ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ
বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন।
বাংলাদেশের প্রধান বিচারপতির নাম ওবায়দুল হাসান
বাংলাদেশে সর্বপ্রথম ডাকটিকিট চালু হয়েছিল ১৯৭১ সালে
ঐতিহাসিক ৬ দফা ঘোষিত হয় কত তারিখে?
ঐতিহাসিক ৬ দফা ঘোষিত হয় ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে