গুণ যদি থাকে দিব নিজ পরিচয়, তবু এত বাচালতা সমুচিত নয়। কস্তুরীর পরিচয় তাহার সুবাসে। জ্বলিবে না ভুলিবে না কেউ তাহা ভাষে। ভাল টাকা বলি কেন করিছ কসম, বাজাইলে বুঝা যাবে খাঁটি কি রকম।
= মানব জীবনের সফলতা হলো কর্মে এবং গুণে। কর্মের মাধ্যমে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। শুধু মুখে মুখে নিজের গুণের কথা না বলে কর্মের মাধ্যমে নিজেকে প্রকাশ করা উচিত। মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় মনুষ্যত্ব এবং সৎকর্মের মাধ্যমে।
ঘূর্ণীয়মান
ঘূর্ণীয়মান = ঘূর্ণায়মান
শ্রেষ্ঠতম
শ্রেষ্ঠতম = শ্রেষ্ঠতর
ঐক্যতান
ঐক্যতান = ঐকতান
শুধুমাত্র
শুধুমাত্র = শুধু
দিবারাত্রি
দিবারাতি-এর সঠিক হলো দিবারাত্র
আঠার আনা
আঠারো আনা (বাড়াবাড়ি) সব বিষয়ে আঠারো আনা ভালো নয়।
কানকাটা
কানকাটা (বেহায়া) শরীফের মত কানকাটা লোক আমি আর দেখিনি।
পায়াভারি
পায়াভারি (অহংকার) সম্পদ নিয়ে পায়াভারি ভালো নয়।
দক্ষিণ হস্ত
দক্ষিণ হন্ত (প্রধান সহযোগী) স্বপন হলো নিজামের দক্ষিণ হস্ত।
কাছা ঢিলা
কাছা ঢিলা (অসাবধান) কাছা ঢিলা অবস্থায় কোন গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়।
শশাঙ্ক
শশাঙ্ক = শশ + অঙ্ক
ষষ্ঠ
'ষষ্ঠ' - এর সন্ধিবিচ্ছেদ হলো ষষ্ + থ ।
সদৈব
সদৈব = সদা + এব
বাগদান
বাগদান = বাক্ + দান
আচ্ছন্ন
আচ্ছন্ন = আ + ছন্ন