জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট || বিভাগীয় নির্বাচনী বোর্ড, সিলেট || মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী/নাজির কাম ক্যাশিয়ার/সার্টিফিকেট পেশকার/সার্টিফিকেট সহকারী/অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক (25-05-2024) || 2024

All

সংক্ষিপ্ত উত্তর দিন:
1.

"বন্যা" শব্দের চলিত রূপ কী? 

Created: 3 months ago | Updated: 1 day ago

বন্য শব্দের চলিত রূপ হল “বুনো”

Created: 3 months ago | Updated: 6 hours ago

কৃষ+তি = কৃষ্টি 

Created: 3 months ago | Updated: 1 day ago

"পেয়ারা "শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ হতে

সংক্ষিপ্ত উত্তর দিন:
4.

বাংলা ছন্দ কত রকমের?

Created: 3 months ago | Updated: 6 hours ago

বাংলাছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়

সংক্ষিপ্ত উত্তর দিন:
5.

"কল্লোল" শব্দটির অর্থ কী?

Created: 3 months ago | Updated: 3 days ago

মহাতরঙ্গ, শব্দকারী তরঙ্গ; কলরব, পরম আহ্লাদ; মহানন্দ।

ণ-ত্ব বিধান: যে নিয়মে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’-তে পরিণত হয়, তাকে ণ-ত্ব বিধান বলে। ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম:


১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ অথবা ং (অনুস্বার) থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি।

বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন:
7.

সন্ধি (সন্ধি বিচ্ছেদ করুন)

Created: 3 months ago | Updated: 1 day ago

সম + √ধি + ই = সন্ধি 

বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন:
8.

অপচয় (বিপরীত শব্দ লিখুন)

Created: 3 months ago | Updated: 3 days ago

অপচয় এর বিপরীত শব্দ হলো - সঞ্চয়

 

বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন:
9.

চক্ষুদান করা (বাগধারাটির অর্থ কী)

Created: 3 months ago | Updated: 1 day ago

চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা 

বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন:
10.

সাহেব, বিবি ও গোলাম (কোন ধরনের সমাস)

Created: 3 months ago | Updated: 1 day ago

তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন: সাহেব-বিবি-গোলাম, হাত-পা-নাক-মুখ-চোখ।

 

বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন:
11.

পুকুরে মাছ আছে (পুকুরে কোন কারকে কোন বিভক্তি)

Created: 3 months ago | Updated: 1 day ago

'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক? ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)।

Related Sub Categories