মুমুর্ষ
মুমুর্ষ = মুমূর্ষু
স্বায়ত্বশাসন
স্বায়ত্বশাসন = স্বায়ত্তশাসন
পুংখানুপুংখ
পুংখানুপুংখ = পুঙ্খানুপুঙ্খ
উর্ধতন
উর্ধতন = ঊর্ধ্বতন
উচ্চারণ
উচ্চারণ = উৎ + চারণ
কুলটা
কুলটা = কুল + অটা
পাবক
পাবক = পৌ + অক
নীরোগ
নীরোগ = নিঃ + রোগ
যা পূর্বে শোনা যায়নি
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব
গবাদি পশুর পাল
গবাদি পশুর পাল = বাথান
দাঁতে বিষ আছে যার
দাঁতে বিষ আছে যার = আশীবিষ
সমুদ্রের ঢেউয়ের শব্দ
সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
বীণাপাণি
বীণাপাণি = বীণা পাণিতে যার -বহুব্রীহি
সিংহপুরুষ
সিংহপুরুষ = পুরুষ সিংহের ন্যায়-উপমিত কর্মধারয়
ক্ষীণজীবী
ক্ষীণজীবী = ক্ষীণভাবে বাঁচে যে-উপপদ তৎপুরুষ
তেলে ভাজা
তেলে ভাজা = তেলে ভাজা যা -অলুক তৎপুরুষ
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসটি লিখেছেন আনোয়ার পাশা
'হীরামালিনী' অন্নদামঙ্গল কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি লেখক ভারতচন্দ্র লিখেছেন
'হুতুম পেঁচা' কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম
কমিউনিটি ক্লিনিক হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত একটি অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম যা Community Based Health Care (CBHC) অপারেশনাল প্ল্যান এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জল দৃষ্টান্ত যা দেশে-বিদেশে নন্দিত। এ কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন। এটি জনগন ও সরকারের যৌথ প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম। জনমূখী এ কার্যক্রম ১৯৯৬ সালে গৃহীত হয় যার বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। ২৬ এপ্রিল ২০০০ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রমের শুভ সূচনা করেন। ১৯৯৮-২০০১ সময়ে ১০০০০ এর অধিক কমিউনিটি ক্লিনিক নির্মিত ও অধিকাংশই চালু করা হয় এবং জনগণ সেবা পেতে শুরু করে। কিন্তু ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এ অবস্থা ২০০৮ সাল অবধি চলমান থাকে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নদীভাংগন ও অন্যান্য কারণে ৯৯টি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায় এবং ১০৬২৪টি বিদ্যমান থাকে। পরবর্তীতে ২০০৯ সাল হতে Revitalization of Community Health Care Initiativs in Bangladesh (RCHCIB) শীর্ষক প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পুনঃরুজ্জীবিতকরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের মাধ্যমে ১৯৯৮-২০০১ সময়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলির প্রয়োজনীয় মেরামত, জনবল পদায়ন, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ পূর্বক এবং নতুন নির্মিত কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে চালু করা হয়। এটি ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকে।