জয় করার ইচ্ছা
জয় করার ইচ্ছা- জিগীষা
যা বলা উচিত নয়
যা বলা উচিত নয়- অকথ্য
একশত পঞ্চাশ বছর
একশত পঞ্চাশ বছর- সার্ধশতবর্ষ
যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে
যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে- ক্ষীয়মাণ
মৃত্তিকা দ্বারা নির্মিত
মৃত্তিকা দ্বারা নির্মিত- মৃন্ময়
অঞ্চল প্রভাব
অঞ্চল প্রভাব- স্ত্রীর প্রভাব। যেমন- আজকাল অঞ্চল প্রভাব অতীব প্রবল।
অষ্টকপাল
অষ্টকপাল - হতভাগ্য। যেমন: ছেলেটা এতিম, আটকপালে।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে- মন্দভাগ্য। যেমন: আমার মতো ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়িও না।
কপোল
কপোল- কল্পনা মনগড়া কথা। যেমন-স্বর্গ কপোলকল্পনা ছাড়া কিছু নয়।
চিনির বলদ
চিনির বলদ- নিষ্ফল পরিশ্রম। যেমন-সারা জীবন চিনির বলদের মত খাটলে, কিন্তু উন্নতি করতে পারলে না।
টাকায় টাকা হয়।
টাকায় টাকা হয়।
= Money begets money
গত মঙ্গলবার হতে বৃষ্টি হচ্ছে।
গত মঙ্গলবার হতে বৃষ্টি হচ্ছে।
= It has been raining since last Tuesday.
যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক।
যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক।
= A patriot is one who loves the country.
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।
= Bangladesh is a riverine country.
ঢাকা কোন দেশের রাজধানী?
ঢাকা কোন দেশের রাজধানী?
= Dhaka is the capital of which country?
Rahim is a rich man......not happy.
Rahim is a rich man is/but not happy.
He was absent.......he was sick.
He was absent because he was sick.
Dhaka has a larger population ...... Chattogram.
Dhaka has a larger population than Chattogram.
The simplest answer...... often the correct one.
The simplest answer is often the correct one.
The Johnsons family is living in France for several years and don't intend to leave.
ধরি, পিয়ন পায় x টাকা
∴ করণিক পায় ২০ টাকা এবং কর্মকর্তা পায় ৪x টাকা
প্রশ্নমতে,
(x ৩)+(২x৭)+(৪x২)= ৫০, ০০০
বা, ৩০+ ১৪x + ৮x = ৫০,০০
বা, ২৫x = ৫০,০০০
বা,
= ২,০০০ টাকা
অতএব, একজন পিয়ন পায় ২,০০০ টাকা
∴ একজন করণিক পায় (২০ ২,০০০) = ৪০০০ টাকা
একজন কর্মকর্তা পায় (৪০ ২,০০০) = ৮০০০ টাকা
ধরি, পরীক্ষায় পূর্ণ নম্বর=ক
পরীক্ষায় পাস নম্বর=(ক)
পরীক্ষার্থী ৩৫ নম্বরের জন্য ফেল করল।
∴ পাশ নম্বর=৩২৫+৩৫
=৩৬০
শর্তানুযায়ী,
বা, ৯০=৩৬০২০
বা, ক
∴ ক=৮০০
উত্তরঃ পরীক্ষায় পূর্ণ নম্বর ৮০০।
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
মুক্তিযুদ্ধে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হযেছিল
সর্বশেষ বাংলাদেশী এভারেস্ট জয় করেন বাবর আলী।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়েছিল
ওরা এগারো জন চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম
জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
বাংলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর।
ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফেড নোবেল।
বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত
মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা ৮ নম্বর সেক্টরের অধীনে ছিল
২০০০ সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে
DNA এর পূর্ণরূপ হলো Deoxyribonucleic Acid.
অবরোধবাসিনী বইয়ের লেখক বেগম রোকেয়া।
সম্প্রতি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
Friday for future পরিবেশবাদী আন্দোলন
কম্পিউটারের RAM এর পূর্ণরুপ Random Access Memory.
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত হিসেবে ঘোষিত দেশ ভুটান।
এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ( এডিবি ) হল একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাঙ্ক যা 19 ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দফতর 6 ADB অ্যাভিনিউ, মান্দালুয়ং , মেট্রো ম্যানিলা 1550, ফিলিপাইনে অবস্থিত।
Delta Plan 2100 বাংলাদেশের সাথে নেদারল্যান্ডস দেশের যৌথ উদ্যোগে গৃহিত হয়েছে