ধরি, 

স্রোতের প্রতিকূলে বেগ ক কিমি/ঘন্টা

দেয়া আছে, 

স্থির পানিতে নৌকার বেগ ৬ ঘন্টা কিমি/ঘন্টা

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ= স্থির পানিতে নৌকার বেগ-স্রোতের বেগ= (৬-ক) কিমি/ঘন্টা

প্রশ্নমতে, 

স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে নৌকাটির ৩ ঘন্টা সময়  লাগে।

তাহলে, অতিক্রান্ত দূরত্ব = নৌকার বেগ ×৬ = (৬-ক)৩

ক = ৪

অতএব, স্রোতের বেগ ৪ কিমি/ঘন্টা।

দেওয়া আছে,

গণিতে পাস করে ৭০%

∴ গণিতে ফেল করে (১০০-৭০)% = ৩০%

আবার,

বাংলায় পাস করে ৮০%

∴ বাংলায় ফেল করে (১০০-৮০)% = ২০%

যেহেতু, বাংলা ও গণিত উভয় বিষয়ে ফেল করেছে ১০%

সুতরাং, শুধু বাংলায় ফেল করেছে (২০-১০)% = ১০%

শুধু গণিতে ফেল করেছে (৩০-১০)% = ২০%

∴ মোট ফেল করেছে = (২০+১০+১০)% = ৪০%

∴ মোট পাশ করেছে = (১০০-৪০)%

= ৬০%

এখন,

৬০ জন পাস করলে মোট শিক্ষার্থী ১০০ জন

১       “      ”       “           ”       "      জন

∴ ৩৬০       “      ”       “           ”       "      ×জন

= ৬০০ জন

উত্তর: ৬০০ জন।

Related Sub Categories