বাগদান
বাগদান = বাক্ + দান
তন্বী
তন্বী = তনু + ঈ
ণিজন্ত
ণিজন্ত = ণিচ্ + অন্ত
আমার যাওয়া হয়নি।
আমার যাওয়া হয়নি = কর্তায় ষষ্ঠী।
এ সুতায় কাপড় হয় না।
এ সুতায় কাপড় হয় না = করণে সপ্তমী।
ধোপাকে কাপড় দাও।
ধোপাকে কাপড় দাও = কর্মে দ্বিতীয়া।
উপগ্রহ
উপগ্রহ = গ্রহের তুল্য (অব্যয়ীভাব সমাস)
মহাত্মা
মহাত্মা = মহৎ আত্মা যার (বহুব্রীহি সমাস)
বিপদাপন্ন
বিপদাপন্ন = বিপদকে আপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। = ইতিহাসবেত্তা।
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে।
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। = অবিমৃষ্যকারী।
যা দীপ্তি পাচ্ছে
যা দীপ্তি পাচ্ছে। = দেদীপ্যমান।