কর্তব্য স্থির করতে না পেরে বিমূঢ়
কর্তব্য স্থির করতে না পেরে বিমূঢ় = কিংকর্তব্যবিমূঢ়
কোন ভাবেই নিবারণ করা যায় না
কোন ভাবেই নিবারণ করা যায় না = অনিবার্য
জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা
জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা = জ্ঞানেন্দ্রিয়
এক থেকে শুরু করে ক্রমাগত
এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে
উপকারীর অপকার করেন যিনি
উপকারীর অপকার করেন যিনি = কৃতঘ্ন
তামার বিষ
তামার বিষ = অর্থের কু-প্রভাব
কুল কাঠের আগুন
কুল কাঠের আগুন = তীব্র জ্বালা
ভূষন্ডির কাক
ভূষন্ডির কাক = দীর্ঘায়ু
শাঁখের করাত
শাঁখের করাত = উভয় সংকট
গভীর জলের মাছ
গভীর জলের মাছ = সুচতুর ব্যক্তি
রেখো মা দাসেরে মনে।
রেখো মা দাসেরে মনে। = কর্মে ২য়া
ফুলে শহিদ মিনার ভরে গেছে।
ফুলে শহিদ মিনার ভরে গেছে। = করণে ৭মী
আজকে নগদ কালকে বাকী।
আজকে নগদ কালকে বাকী। = অধিকরণে ২য়া
সমিতিতে চাঁদা দাও
সমিতিতে চাঁদা দাও = সম্প্রদানে ৭মী
বিপদ থেকে বাঁচাও
বিপদ থেকে বাঁচাও = অপাদানে ৫মী