অকাল বোধন
অকাল বোধন = অসময়ে আর্বিভাব
অঙ্কুশ তাড়না
অঙ্কুশ তাড়না = অন্তর্গত আঘাত
রাশভারি
রাশভারি = গম্ভীর প্রকৃতি
ত্রিশঙ্কু অবস্থা
ত্রিশঙ্কু অবস্থা = উভয় সংকট
বাহাত্তরে ধরা
বাহাত্তরে ধরা = মতিচ্ছন্ন হওয়া
যিনি প্রথম পথ দেখান
যিনি প্রথম পথ দেখান = পথিকৃৎ
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে = অপসৃয়মাণ
তৃণাচ্ছদিত ভূমি
তৃণাচ্ছদিত ভূমি = শাল
আয়ুর পক্ষে হিতকর
আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্য
কাঁচের তৈরি বাড়ি
কাঁচের তৈরি বাড়ি = শিশমহল
অরুণরাঙা
অরুণরাঙা = অরুণের ন্যায় রাঙা - উপমান কর্মধারয়
বিপদাপন্ন
বিপদাপন্ন = বিপদকে আপন্ন - ২য়া তৎপুরুষ
পদ্মনাভ
পদ্মনাভ = পদ্ম নাভিতে যার - বহুব্রীহি
গলায়গামছা
গলায়গামছা = গলায় গামছা যার - বহুব্রীহি
কাজলকালো
কাজলকালো = কাজলের ন্যায় কালো - উপমান কর্মধারয়
হীন চরিত্রবান লোক পশ্বাধম।
হীন চরিত্রবান লোক পশ্বাধম।
= চরিত্রহীন লোক পশ্বাধম।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়।
= আকণ্ঠ ভোজন ভালো নয়।
শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।
শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।
= অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।
সে এমন রূপসী যেন অপ্সরী।
সে এমন রূপসী যেন অপ্সরী।
= সে এমন রূপবতী যেন অপ্সরা।
পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।
পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।
= পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা।
অঙ্গে আঁচল সুনীল বরন, রুনুঝুনু রবে বাজে আভরণ।
অঙ্গে আঁচল সুনীল বরন, রুনুঝুনু রবে বাজে আভরণ। = অধিকরণে ৭মী
আমার যাওয়া হয়নি।
আমার যাওয়া হয়নি। =কর্তৃকারকে ৬ষ্ঠী
কাজে মন দাও।
কাজে মন দাও। = অধিকরণে ৭মী
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন।
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। = কর্মে শূন্য
শান্তির ললিত বাণী শোনাইব ব্যর্থ পরিহাস।
শান্তির ললিত বাণী শোনাইব ব্যর্থ পরিহাস। = কর্মে শূন্য