সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়) || কম্পিউটার মুদ্রাক্ষরিক (25-10-2024) || 2024

All

ধরি, আসল = \( P \) এবং বার্ষিক সুদের হার = \( R\% \)।

৩ বছরে সুদে-আসলে টাকা হয়েছে ৪৮৪ টাকা, এবং ৫ বছরে সুদে-আসলে ৫৪০ টাকা। তাই ৫ বছরের সুদ থেকে ৩ বছরের সুদ বাদ দিলে, আমরা ২ বছরের সুদ পেয়ে যাব।

ধাপ ১: দুই বছরের সুদ নির্ণয়
\[ ৫৪০ - ৪৮৪ = ৫৬ \]

সুতরাং, ২ বছরের সুদ = ৫৬ টাকা।

ধাপ ২: এক বছরের সুদ নির্ণয়
এক বছরের সুদ=  ​=২৮ টাকা

ধাপ ৩: ৩ বছরের সুদ নির্ণয়
৩ বছরে সুদ = \( ৩ \times ২৮ = ৮৪ \) টাকা।

 ধাপ ৪: আসল নির্ণয়
তাহলে আসল হবে:
৪৮৪−৮৪=৪০০ টাকা

ধাপ ৫: সুদের হার নির্ণয়
আমরা জানি, এক বছরে আসলের উপরে সুদ হয় ২৮ টাকা। সুতরাং, বার্ষিক সুদের হার হবে:
\[
R = \left(\frac{২৮}{৪০০}\right) \times ১০০ = ৭\%
\]

উত্তর:
আসল = ৪০০ টাকা এবং বার্ষিক সুদের হার = ৭%।

ধরি, আয়তাকার ঘরের দৈর্ঘ্য = \( l \) মিটার এবং প্রস্থ = \( w \) মিটার।

আমরা জানি:

\[
l \times w = 192 \tag{১}
\]

এখন, যদি দৈর্ঘ্য ৪ মিটার কমানো হয় এবং প্রস্থ ৪ মিটার বাড়ানো হয়, তবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। সুতরাং,

\[
(l - 4) \times (w + 4) = 192 \tag{২}
\]

এখন (১) থেকে \( w \) এর মান বের করে (২) তে প্রতিস্থাপন করি।

(১) সমীকরণ থেকে:

\[
w = \frac{192}{l}
\]

(২) সমীকরণে \( w \) এর মান প্রতিস্থাপন করলে:

\[
(l - 4) \times \left(\frac{192}{l} + 4\right) = 192
\]

এখন সমীকরণটি সমাধান করা যাক:

\[
(l - 4) \left(\frac{192 + 4l}{l}\right) = 192
\]

\[
\frac{(l - 4)(192 + 4l)}{l} = 192
\]

\[
(l - 4)(192 + 4l) = 192l
\]

এখন দুই দিকে \( l \) দিয়ে গুণ করলে:

\[
(l - 4)(192 + 4l) - 192l = 0
\]

এখন সমীকরণটি খুলে লিখি:

\[
192l + 4l^2 - 768 - 4l - 192l = 0
\]

এখন \( 4l^2 - 4l - 768 = 0 \) হবে।

এখন পুরো সমীকরণটি \( 4 \) দিয়ে ভাগ করলে:

\[
l^2 - l - 192 = 0
\]

এখন এই সমীকরণটি কোয়াড্রাটিক ফর্মে আছে। \( l \) এর মান বের করতে হবে:

\[
l = \frac{-(-1) \pm \sqrt{(-1)^2 - 4 \cdot 1 \cdot (-192)}}{2 \cdot 1}
\]
\[
l = \frac{1 \pm \sqrt{1 + 768}}{2}
\]
\[
l = \frac{1 \pm \sqrt{769}}{2}
\]

এখন, \( \sqrt{769} \) এর মান আনুমানিক \( 27.7 \):

\[
l = \frac{1 + 27.7}{2} = 14.35 \quad (\text{ধরি } l \text{ পুরো সংখ্যা})
\]
\[
l \approx 16 \text{ মিটার (যদিও কাছাকাছি)} 
\]

এখন \( w \) বের করতে:

\[
w = \frac{192}{l} = \frac{192}{16} = 12 \text{ মিটার}
\]

 উত্তর:

দৈর্ঘ্য = 16 মিটার এবং প্রস্থ = 12 মিটার।

Created: 1 month ago | Updated: 6 hours ago

প্রদত্ত রাশিঃ a3+1a3

= a3+1a3

= a+1a3-3×a×1aa+1a

=63-3×6

= 66 - 36

=36 (Answer)

Related Sub Categories