'জেলা ও দায়রা জজ' ইংরেজিতে লিখুন।
'জেলা ও দায়রা জজ' ইংরেজিতে District and Sessions Judge
বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন?
বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন
DCR কী?
DCR হলো Duplicate Carbon Receipt.
ক্যাপস লক কী জন্য ব্যবহার করতে হয়?
ক্যাপস লক বড় হাতের অক্ষর নির্ধারণে ব্যবহৃত হয়।
FIR কী?
FIR হলো First Information Report
তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত
প্রবাসী লাউঞ্জ কী?
প্রবাসী লাউঞ্জ হলো প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান।
বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?
বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর
আল-আকসা মসজিদটি কোথায় অবস্থিত?
আল-আকসা মসজিদটি জেরুজালেমে অবস্থিত ।
MS Word এর Symbol কোন Menu তে আছে?
MS Word এর Symbol Insert Menu তে আছে
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম ।
Cursor কী?
Cursor হলো একটি ছোট আলোকরেখা, যা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়।
ইন্টারপোল কী?
ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা (International Criminal Police Organization)। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা।
AI কী?
AI হলো Artificial intelligence