বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী || হিসাব রক্ষক/অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (29-11-2024) || 2024

All

এককথায় প্রকাশ করুন:
1.

জয় করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 13 hours ago

জয় করার ইচ্ছা- জিগীষা

এককথায় প্রকাশ করুন:
2.

যে মেঘে প্রচুর বৃষ্টি হয়

Created: 3 months ago | Updated: 12 hours ago

যে মেঘে প্রচুর বৃষ্টি হয়- সংবর্ত

এককথায় প্রকাশ করুন:
3.

যার উপস্থিত বুদ্ধি আছে

Created: 3 months ago | Updated: 13 hours ago

যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি

এককথায় প্রকাশ করুন:
4.

ধনুকের ধ্বনি

Created: 3 months ago | Updated: 13 hours ago

ধনুকের ধ্বনি- টংকার

নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন:
5.

অগত্যা মধুসূদন

Created: 3 months ago | Updated: 14 hours ago

অগত্যা মধুসূদন- অনন্যোপায় হয়ে

নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন:
6.

আকাশ ধরা

Created: 3 months ago | Updated: 12 hours ago

আকাশ ধরা- বৃষ্টি বন্ধ হওয়া

নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন:
7.

কচু বনের কালাচাঁদ

Created: 3 months ago | Updated: 12 hours ago

কচু বনের কালাচাঁদ- অপদার্থ

নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন:
8.

রাবণের চিতা

Created: 3 months ago | Updated: 10 hours ago

রাবণের চিতা- চির অশান্তি

সন্ধি-বিচ্ছেদ করুন:
9.

উদ্যোগ

Created: 3 months ago | Updated: 12 hours ago

উদ্যোগ = উৎ+যোগ

সন্ধি-বিচ্ছেদ করুন:
10.

পরীক্ষা

Created: 3 months ago | Updated: 6 hours ago

পরীক্ষা = পরি+ঈক্ষা

সন্ধি-বিচ্ছেদ করুন:
11.

প্রত্যহ

Created: 3 months ago | Updated: 7 hours ago

প্রত্যহ = প্রতি+অহ

সন্ধি-বিচ্ছেদ করুন:
12.

অহংকার

Created: 3 months ago | Updated: 13 hours ago

অহংকার = অহম্+কার

বিপরীত শব্দ লিখুন:
13.

আশু

Created: 3 months ago | Updated: 6 hours ago

আশু- বিলম্ব

বিপরীত শব্দ লিখুন:
14.

অবনত

Created: 3 months ago | Updated: 7 hours ago

অবনত- উন্নত

বিপরীত শব্দ লিখুন:
15.

সন্ধি

Created: 3 months ago | Updated: 7 hours ago

সন্ধি-বিগ্রহ/বিবাদ

বিপরীত শব্দ লিখুন:
16.

বিনীত

Created: 3 months ago | Updated: 7 hours ago

বিনীত- উদ্ধত

বিপরীত শব্দ লিখুন:
17.

স্নিগ্ধ

Created: 3 months ago | Updated: 6 hours ago

স্নিগ্ধ- রুক্ষ

উপসর্গকে ইংরেজি ব্যাকরণে Prefix বলে। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।

আপনি আচরি ধর্ম শিখাও অপরে

কোনো উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। উপদেশ দেওয়া আর উপদেশ পালন করা এক কথা নয়। উপদেশ দেওয়া যত সহজ, উপদেশ পালন তত সহজ নয়। কারণ উপদেশদাতাকে আগে উপদেশটি পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। তা না হলে তার উপদেশ পালন করতে কেউ আগ্রহ প্রকাশ করবে না। 

প্রতিনিয়তই আমরা নিজ পরিবার থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ, বন্ধু-বান্ধব একে অন্যকে নানা বিষয়ে উপদেশ দিই। যে উপদেশ দেওয়া হলো কিংবা যে নীতির কথা বলা হলো সেই গুণাবলি নিজের মধ্যে রয়েছে কি না তা আমরা খুব কমই বিবেচনা করি। অবলীলায় আমরা সবাইকে ভালো হওয়ার উপদেশ দিই, অথচ বেশির ভাগ ক্ষেত্রেই নিজেরা ভালো নই। সুতরাং আমাদের সবারই উচিত অন্যকে ভালো মানুষ হওয়ার উপদেশ দেওয়ার আগে নিজেরা ভালো মানুষে পরিণত হওয়া। একইভাবে যিনি উপদেশদানে যোগ্য নেতা হবেন, তাঁকে সবার আগে অবশ্যই নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলি অর্জন করতে হবে।

পৃথিবীর উন্নত জাতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি, তারা তাদের চেষ্টা ও সাধনার মাধ্যমেই প্রতিষ্ঠার শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। একটি শিশুকে মিষ্টি না খাওয়ার উপদেশ দেওয়ার জন্য ১৫ দিন চেষ্টা করে তিনি মিষ্টি খাওয়া ত্যাগ করেছিলেন-এ কথা কে না জানে। বস্তুত, নিজের জীবনে মহৎ গুণাবলি অর্জন করতে পারলেই অন্যকে মহৎ হওয়ার উপদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করা যায়।

আমাদেরও উচিত অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে সে বিষয়ে যোগ্য করে তোলা। যে বিষয় নিজে পালন করব না তার সম্পর্কে উপদেশ দেওয়ার অধিকার কারো নেই।

Related Sub Categories