জয় করার ইচ্ছা
জয় করার ইচ্ছা- জিগীষা
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়- সংবর্ত
যার উপস্থিত বুদ্ধি আছে
যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি
ধনুকের ধ্বনি
ধনুকের ধ্বনি- টংকার
অগত্যা মধুসূদন
অগত্যা মধুসূদন- অনন্যোপায় হয়ে
আকাশ ধরা
আকাশ ধরা- বৃষ্টি বন্ধ হওয়া
কচু বনের কালাচাঁদ
কচু বনের কালাচাঁদ- অপদার্থ
রাবণের চিতা
রাবণের চিতা- চির অশান্তি
উদ্যোগ
উদ্যোগ = উৎ+যোগ
পরীক্ষা
পরীক্ষা = পরি+ঈক্ষা
প্রত্যহ
প্রত্যহ = প্রতি+অহ
অহংকার
অহংকার = অহম্+কার
আশু
আশু- বিলম্ব
অবনত
অবনত- উন্নত
সন্ধি
সন্ধি-বিগ্রহ/বিবাদ
বিনীত
বিনীত- উদ্ধত
স্নিগ্ধ
স্নিগ্ধ- রুক্ষ
উপসর্গকে ইংরেজি ব্যাকরণে Prefix বলে। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
কোনো উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। উপদেশ দেওয়া আর উপদেশ পালন করা এক কথা নয়। উপদেশ দেওয়া যত সহজ, উপদেশ পালন তত সহজ নয়। কারণ উপদেশদাতাকে আগে উপদেশটি পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। তা না হলে তার উপদেশ পালন করতে কেউ আগ্রহ প্রকাশ করবে না।
প্রতিনিয়তই আমরা নিজ পরিবার থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ, বন্ধু-বান্ধব একে অন্যকে নানা বিষয়ে উপদেশ দিই। যে উপদেশ দেওয়া হলো কিংবা যে নীতির কথা বলা হলো সেই গুণাবলি নিজের মধ্যে রয়েছে কি না তা আমরা খুব কমই বিবেচনা করি। অবলীলায় আমরা সবাইকে ভালো হওয়ার উপদেশ দিই, অথচ বেশির ভাগ ক্ষেত্রেই নিজেরা ভালো নই। সুতরাং আমাদের সবারই উচিত অন্যকে ভালো মানুষ হওয়ার উপদেশ দেওয়ার আগে নিজেরা ভালো মানুষে পরিণত হওয়া। একইভাবে যিনি উপদেশদানে যোগ্য নেতা হবেন, তাঁকে সবার আগে অবশ্যই নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলি অর্জন করতে হবে।
পৃথিবীর উন্নত জাতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি, তারা তাদের চেষ্টা ও সাধনার মাধ্যমেই প্রতিষ্ঠার শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। একটি শিশুকে মিষ্টি না খাওয়ার উপদেশ দেওয়ার জন্য ১৫ দিন চেষ্টা করে তিনি মিষ্টি খাওয়া ত্যাগ করেছিলেন-এ কথা কে না জানে। বস্তুত, নিজের জীবনে মহৎ গুণাবলি অর্জন করতে পারলেই অন্যকে মহৎ হওয়ার উপদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করা যায়।
আমাদেরও উচিত অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে সে বিষয়ে যোগ্য করে তোলা। যে বিষয় নিজে পালন করব না তার সম্পর্কে উপদেশ দেওয়ার অধিকার কারো নেই।