এক ধরনের ছোট কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়
ডিজিটাল কম্পিউটার বাইনারি নাম্বার নীতির উপর নির্ভরশীল
টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস
PDA হলো Personal digital assistant
আইবিএম এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্টে অবস্থিত
মাইক্রোসফট ৪ এপ্রিল, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়
মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম এর নাম MS DOS
Google এর প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন
Alt+F4 কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়
কন্ট্রোল প্যানেল My Computer উইন্ডোতে থাকে
BIOS এর পূর্ণরূপ Basic Input/Output System
কম্পিউটার Reboot করার জন্য Ctrl+Alt+Del কমান্ডের প্রয়োজন হয়
৩০.MS Word-এ কাজ করার সময় Ctrl+Home চাপ দেয়া হলে Cursor-টি ওয়ার্কশিটে যাবে
অভ্র কী-বোর্ড তৈরি করেন মেহেদি হাসান ।
কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তফা জব্বার
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে ডকুমেন্ট বলে
পৃষ্ঠা নামার অপশনটির অবস্থান Header and Footer গ্রুপে
ফটোশপ ১৯৮৭ সালে তৈরি করা হয়
ডেটাবেজের ভিত্তি ফিল্ড ।
'MS Office' MS Access সফটওয়্যার ডেটাবেস নিয়ে কাজ করে ।
Office 2007 এর MS Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন হলো .docx
JPEG এর পূর্ণরূপ Joint Photographic Experts Group
একটি Computer file এর extension.mp3 তাহলে এটি Audio ফাইল
পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিশ্বের প্রথম নেটওয়ার্ক এর নাম ARPANET
ই-মেইল এর সাথে সংযুক্ত ফাইলকে অ্যাটাচমেন্ট বলা হয়
AI এর পূর্ণরূপ Artificial intelligence
টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে বলা হয় টেলিকনফারেন্স
ডিজিটাল কনটেন্ট হলো ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত, প্রেরিত বা গৃহীত তথ্য।
চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, ইলন মাস্ক (পদত্যাগ-২০১৮)।