জীবনচর্চায় কিছু কিছু অসত্য এবং পাপের বিকাশ ঘটতে থাকে কোন যুগ থেকে?
মানব সভ্যতা বিকাশের প্রাথমিক পর্যায়কে কোন যুগ ধরা হয়?
হিন্দুধর্মে যুগবিভাগ অনুযায়ী তৃতীয় যুগ হলো—
কোন যুগে ধর্ম ও অধর্ম সমান সমান হয়?
দ্বাপর যুগে কোনটির প্রাধান্য ছিল?
কলিযুগের প্রধান ধর্ম কী?
কলিযুগের শ্রেষ্ঠ ধর্মব্রত হিসেবে কোনটিকে মূল্যায়ন করা হয়?
সত্যযুগের তাৎপর্য কী?
বিমল বাবুকে কোন বর্ণের মানুষ বলা যায়?
বিমল বাবু ধর্মের যে উদ্দেশ্যের কথা বলেছেন তা হলো—
i. জাগতিক কল্যাণ
ii. পারলৌকিক কল্যাণ
iii. আত্মার মুক্তি
নিচের কোনটি সঠিক?
সুশীল বাবুকে কোন বর্ণের মানুষ বলা যাবে?
সুশীল বাবু ধর্মের যে উদ্দেশ্যের কথা বলেছেন, তা হলো—
সন্ন্যাস আশ্রম গ্রহণ করার পর মানুষ—i. তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়ii. ঈশ্বর চিন্তা করেiii. আপন গৃহ ত্যাগ করে
হিন্দুধর্ম মতে যুগ হচ্ছে –i. সন্ধিii. ত্রেতাiii. দ্বাপর
বর্তমান যুগ কলিযুগ। এর প্রমাণ হলো—
i. মানুষের অন্তরে এখন হিংসা বিরাজ করেii. মানুষ এখন মিথ্যা কথায় অভ্যস্থiii. মানুষ এখন খুব বেশি অলস হয়ে পড়েছে
ব্রত পালনের আগের দিন কী করতে হয়?
ব্রতপালনের দিন ব্রত শেষ হওয়া পর্যন্ত অবশ্য করণীয় কোনটি?
প্রতিটি ব্রতের কী আছে?
কোন মাসে শিবরাত্রিব্রত পালিত হয়?
কোন পাতা দেবতা শিবের প্রিয়?
শিব কীসে তুষ্ট হন?
শিবরাত্রির আনুষ্ঠানিক কর্মের মধ্যে রাত্রির চার প্রহরে শিবকে কতবার অর্চনা করতে হয়?
সাধনা বালা শিবরাত্রির চতুর্থ প্রহরে শিবকে কী দিয়ে স্নান করান?
সাধনা বালা যেসব নিয়ম অনুসরণ করেন—
i. ব্রতের আগের দিন সংযম অবলম্বন করেনii. বাক্যে, কর্মে ও চিন্তায় দেহ-মনকে পবিত্র রাখেনiii. উপবাস থেকে প্রয়োজনীয় কাজের মধ্যে শিবকে স্মরণ করেন
শিবরাত্রির ব্রতকথা- কোন ধর্মগ্রন্থে বর্ণিত আছে?
শিবরহস্য নামক ধর্মগ্রন্থে কোন নগরীর নাম পাওয়া যায়?
শিবরহস্য নামক ধর্মগ্রন্থে বর্ণিত ব্যাধ কী বিক্রি করত?
শিবরহস্য নামক ধর্মগ্রন্থে উল্লিখিত ব্যাধ কোন গাছের ডালে রাত্রিযাপন করেছিলেন?
ব্রত পালন করা হয়—
i. পুণ্য অর্জনের জন্যii. পাপ থেকে মুক্তির জন্যiii. নিজের ইচ্ছা পূরণের জন্য
শিব জগতের— i. অকল্যাণ দূর করেনii. অন্যায় দূর করেনiii. ভক্তদের পূজা কামনা করেন
অরণ্যষষ্ঠী ব্রত করলে -
i. সন্তান-সন্ততি দীর্ঘায়ু লাভ করেii. সন্তান-সন্ততিরা পণ্ডিত হয়iii. সন্তানরা ঐশ্বর্যশালী হয়
নিত্যকর্ম বলতে বোঝায়
গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে কী বলে?
কোনটি করলে যোগ, তপ, সাধনা, কাজ-কর্ম সবকিছু ভালো লাগে?
নিচের কোনটি নিত্যকর্মের মাধ্যমে লাভ করা যায়?
নিত্যকর্ম অনুশীলনের সুফল হিসেবে কোনটি যথার্থ?
কর্মের মূল আধার কী?
শরীরম্ আদ্যং খলু ধর্মসাধনম্ – এর অর্থ কী?
যোগাসনের প্রধান বৈশিষ্ট্য কী?
যারা নিয়মিত নিত্যকর্ম অনুশীলন করে তাদের মন কেমন হয়?
বিজয় নিত্যকর্ম অনুশীলন করে। এর ফলস্বরূপ তার জীবন কীরূপ হবে?
কোনটির দ্বারা শুভকর্ম সর্বদাই প্রত্যক্ষ করা যায়?
কোন কর্মের ফল বেশি থাকে?
যোগাসনের সাথে কোনটির মিল আছে?
প্রলয়ের কর্মকে কী বলা যাবে?
উক্ত কর্ম করলে তার—
i. মন ধীর, স্থির ও শান্ত থাকবে
ii. শরীর ভালো থাকবে
iii. জীবনযাত্রা শুদ্ধ, পবিত্র ও নির্মল হবে
বিনম্রতা কীসের প্রতীক?
নমস্কার কীসের প্রতীক?
নিত্য সকাল-সন্ধ্যা যোগব্যায়াম কোনটিকে কেন্দ্র করে হয়?