নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ভাষা বলতে কী বোঝায় ?
ভাষাকে কীসের বাহন বলা হয়?
মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কী বলে?
মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?
পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কীসের সাথে তুলনা করা হয়?
ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?
ভাষার প্রাণ কোনটি?
বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
পৃথিবীর কত লোকের মাতৃভাষা বাংলা?
মাতৃভাষার বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?অথবা, বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা?
কী ভেদে ভাষার রূপভেদ হয়?
স্থান, কাল ও সমাজভেদে কীসের রূপভেদ দেখা যায়?
স্থান-কাল ও সমাজ ভেদে ভাষার কী দেখা যায়?
একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয়—
অথবা, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম কী?
গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে?
অথবা, গারো জনগোষ্ঠীর ভাষার নাম কী?
ভাষা স্থির হয়ে গেলে তা কোন ভাষার পরিণত হয়?
বাংলা ভাষার মূল উৎস-
কোনটি আধুনিক ভারতীয় আর্য ভাষা?
আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি?
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা?
কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কী বলে?
রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কী বলে?
নিচের কোন দেশের প্রজাতন্ত্রের সংবিধানস্বীকৃত কোনো রাষ্ট্রভাষা নেই ?
বাংলা ভাষার রীতি কয়টি?
বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
ভাষার মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে?
বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ কী
প্রাকৃত ভাষা হচ্ছে—
বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার?
ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কোন ধরনের ভাষারীতি বলে?
ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে কোন ভাষা ব্যবহার করা হয় ?
কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য?
ভারতের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে?
কোন ভাষারীতি চটুল, সরল ও সাবলীল?
সাধু ভাষারীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয় ভাষারীতি কোনটি?
কোন ভাষা বেশ সাবলীল?
শব্দের কোন রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়?
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
অঞ্চলভেদে ও কালভেদে কোন ভাষারীতির পরিবর্তন হয় না?
কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়?
অথবা, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?