এক ও অদ্বিতীয় কে?
নিরাকার ঈশ্বরকে কী বলা হয়?
বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছেন?
বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক কে?
অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিশির একটি উপনিষদ পড়ে মানবের জন্ম রহস্য, জীবন ধারণ এবং প্রলয়ের পর কোথায় থাকবে তা অনুধাবন করতে পারে। তার পঠিত উপনিষদ কোনটি?
আমরা ঈশ্বরকে সমীহ করি কেন?
'একো দেবঃ সর্বভূতেষুঃ গূঢ়ঃ' মন্ত্রটি কোন গ্রন্থের?
শ্বেতাশ্বতর উপনিষদে ঈশ্বরের কোন বিষয় ব্যাখ্যা করা হয়েছে?
ঈশ্বরের একত্ব সম্পর্কে কোথায় উল্লেখ আছে?
মহাবিশ্বের সবকিছু শৃঙ্খলার সাথে পরিচালিত হওয়ার মূল কারণ কী?
ঈশ্বর এ বিশ্বজগৎ কীভাবে পরিচালনা করেন?
পৃথিবীর বিভিন্ন জীবের বৈচিত্র্যের মাঝে কোনটি বিরাজ করছে?
মৃত্যু বলতে বোঝায় –
হিন্দুধর্মানুসারে কার ধ্বংস আছে?
অদৃশ্যভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন কে?
রতন বাবু সর্বশক্তিমান বলতে কাকে বুঝিয়েছেন?
এই সর্বশক্তিমান নিয়ন্ত্রকই —
i. সকল জীবকে চেতনা দান করেনii. পুণ্যাত্মাকে সুখী করেনiii. অপরাধীকে শাস্তি দেন
নিচের কোনটি সঠিক?
সূর্য তাঁকে প্রকাশ করতে পারে না; চন্দ্র, তারকা, বিদ্যুৎ, অগ্নিও তাঁকে প্রকাশ করতে পারে না— এটি কোন গ্রন্থে উল্লেখ আছে?
ঈশ্বর হলেন –
i. নিরাকারii. শাশ্বতiii. অবনিশ্বর
ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়-
i. ধ্যান-ধারণার মাধ্যমেii. সাহিত্য চর্চার মাধ্যমেiii. মানুষের অভিজ্ঞতার মাধ্যমে
পৃথিবীর রূপ বৈচিত্র্যময় যে কারণে-
i. নদ-নদীর জন্য
ii. পাহাড়-পর্বতের অন্য
iii. ঋতুচক্রের কারণে
কোন প্রক্রিয়ায় সকল প্রাণী-অপ্রাণী পুনরায় ঈশ্বরের কাছে ফিরে আসে?
ঈশ্বরের পরিচয় বর্ণনা করেছেন কারা?
সকল জীব ও জড়ের স্রষ্টা কে?
কারা নিরাকার ব্রহ্মকে বোঝাতে ও প্রতীক ব্যবহার করতেন?
ব্রহ্ম শব্দের অর্থ কী?
'ও' শব্দটি দ্বারা কী বোঝায়?
শিক্ষক মহাশয় "ও" শব্দটি নিয়ে শ্রেণিকক্ষে আলোচনা করেছেন। 'শিক্ষক মহাশয় আলোচনা করেছেন মূলত কার সম্পর্কে?
ব্রহ্মের আরেক নাম কী?
ঋষিগণ বলেন, 'যিনি আনন্দস্বরূপ তিনি আমাদের আনন্দ এবং সত্য।' তারা আনন্দস্বরূপ বলতে কাকে বুঝিয়েছেন?
'ও' প্রতীক দ্বারা কী নির্দেশ করে?
'ঈশ্বর' শব্দের অর্থ কী?
'বৃহত্ত্বাৎ ব্রহ্ম'— এ কথার তাৎপর্য কী?
ঋষিগণ বললেন, যিনি আনন্দস্বরূপ তিনিই আমাদের আনন্দ এবং সত্য। তারা আনন্দস্বরূপ বলতে কাকে বুঝিয়েছেন?
ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন কেন?
ঈশ্বর যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে নেমে আসে তখন তাকে কী বলে ?
বামন ঈশ্বরের কোন রূপ?
শক্তির দেবী কে?
বিদ্যার দেবী কে?
ভালোবাসার অপর নাম কী?
'ভগ' শব্দের অর্থ কী?
ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য— এগুলো ভগবানের কী?
'ভগ' বলতে ঈশ্বরের কয়টি গুণকে বোঝায়?
ভগবান কয়টি গুণের অধিকারী?
প্ৰভুনাথ স্বাধীনমতো নিজের ধর্মচর্চা করতে পারছেন না। তার মতো শিষ্টদের রক্ষা করতে পৃথিবীতে কে অবতীর্ণ হন?
ঈশ্বর বলতে বোঝায়—
i. সকল জীবের সকল কাজের প্রভুত্বকারীii. ব্রহ্ম যখন জীবের ওপর প্রভুত্ব করেনiii. জীবকুলে সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন
ব্রহ্ম সর্বজ্ঞ। তিনি -
i. সর্বজ্ঞানীii. ঈশ্বরের অংশiii. সকল জীব ও বস্তুর স্রষ্টা
সুরবালার নিকট ঈশ্বর কী?
সুরবালার এমন ভক্তির ফলে ঈশ্বর—
i. তাকে কৃপা করবেনii. তার দুঃখ দূর করবেনiii. তার মঙ্গল করবেন
রাম হলেন—
i. অবতার
ii. দেবতা
iii. পরমাত্মা