ভক্ত ও ভগবানের মিলন সেতু কী?
জ্ঞানীর নিকট ঈশ্বরের রূপ কী?
কাদের কাছে ঈশ্বর ব্রহ্ম?
জ্ঞানীরা কীসে সন্তুষ্ট থাকেন?
'জ্ঞান' শব্দের অর্থ কী?
'পরা' শব্দের সমার্থক কোনটি?
‘অপরা’, শব্দের সমার্থক কোনটি?
অবিদ্যায় কোন বিষয়ে জ্ঞানলাভ হয়?
আত্মজ্ঞান লাভ হয় না নিচের কোনটিতে?
শাস্ত্র অনুসারে জ্ঞানী বলতে কাদের বোঝানো হয়েছে?
সকল বিষয়ে চাওয়া-পাওয়া দূর করতে সক্ষম হন কে?
পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে কী বলে?
বিশ্বনাথ বাবু যোগ সাধনায় নিজেকে ব্যস্ত রাখেন। তার দৃষ্টিতে ঈশ্বর কী?
‘ঈশ্বর পরমাত্মাস্বরূপ' কার দৃষ্টিতে?
জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।'— এটা কার বাণী?
বহুরূপে ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছেন কে?
ঈশ্বরকে সেবা করা যায়—
শংকর বাবু সর্বজীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করেন এবং জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করেন। তাকে কোন ধরনের সাধক বলা যায়?
ধর্মশাস্ত্রানুসারে জ্ঞানী বলতে কাদের বোঝানো হয়েছে?
অনির্বাণ কোন শ্রেণির সাধক?
রূপার মতো সাধকদের বলা যায়— i. জ্ঞানী সাধকii. যোগী সাধকiii. আসক্ত সাধক
নিচের কোনটি সঠিক?
ভক্তরা সর্বজীবে ঈশ্বরের কী উপলব্ধি করেন?
ভক্তের নিকট ঈশ্বর কী?
ঈশ্বর কার নিকট ভগবানরূপে আবির্ভূত হন?
অমিত বিশ্বাস করে, ঈশ্বর হলেন ভগবান। অমিতকে কোন ধরনের সাধক বলা যায়?
শাস্ত্র অনুযায়ী তিনি জ্ঞানী, যাঁর আছে—
i. আত্মজ্ঞানii. ব্রহ্মজ্ঞানiii. জাগতিক জ্ঞান
ভক্তি বলতে বোঝায় -
i. ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভালোবাসাii. নিজেকে ঈশ্বরে সমর্পণ করাiii. সকল জীবের প্রতি সমান আচরণ করা
দীপা প্রতিদিন ঠাকুরের নাম-রূপ ভজন কীর্তন করে। এসব নিয়েই বেশ আনন্দে থাকে সে। তার কাছে ঈশ্বর—
i. আনন্দময়ii. রসময়iii. রূপময়
ভক্তি বলতে বোঝায়-
সুপ্রিয়া প্রতিদিন পূজা-অর্চনা করে। ঈশ্বরের নাম জপ করে। সংগীতের মাধ্যমে ভজন-কীর্তন করে। এসব নিয়েই বেশ আনন্দে থাকে। তার কাছে ঈশ্বর—
i. আনন্দময়
ii. রসময়
iii. ৰূপময়
দেহের ধ্বংসকে কী বলা হয়?
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর, এ লাইনটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থটি কে লিখেছেন ?
“অন্তর মম বিকশিত করো অন্তরতর হে" – এটা কার কবিতা?
শুক্লযজুর্বেদের মন্ত্র (৩৬/১৮) অনুসারে একে অপরকে কোন দৃষ্টিতে দেখার কথা বলা হয়েছে?
‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।' প্রার্থনামূলক এ পত্তিটি কোন কবির লেখা?
যজুর্বেদের কয়টি অংশ আছে?
হিন্দুধর্মে প্রধান উপনিষদের সংখ্যা কত?
শুক্লযজুর্বেদের (৩৬/১৮) যন্ত্রের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে—
i. শান্তিময় সমাজii. কল্যাণকর সমাজiii. প্রেমময় সমাজ
ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের-
i. মঙ্গল করেনii. ঐক্যবদ্ধ করেনiii. আনন্দে রাখেন
কবি 'অন্তরতর হে' দ্বারা কাকে বুঝিয়েছেন?
উদ্দীপকে বর্ণিত প্রার্থনার মাধ্যমে ঈশ্বর -
i. ভত্তকে কৃপা করেনii. ভক্তের দুঃখ দূর করেনiii. সমাজের মজাল করেন
বেদ মানে কী?
কোনটির জন্য সাধনার প্রয়োজন?
সনাতন ধর্মের আদি ও প্রধান ধর্মগ্রন্থ কোনটি?
গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে কী বলে?
কোনটির মাধ্যমে বেদের জ্ঞান লাভ করা যায়?
ঋষিগণ ভগবানের বাণী লাভ করেছেন কীভাবে?
বেদকে কেন্দ্র করে রচিত ধর্মভিত্তিক সাহিত্যকে কী বলা হয়?